আপনি কি জানতে চান ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা সম্পর্কে ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।
বর্তমান সময় সকলেই বিজনেস করতে পছন্দ করে। এজন্য তারা বিভিন্ন রকম ব্যবসা-বাণিজ্য শুরু করে।
আর মুসলিম হিসেবে অনেকেই তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইসলামিক নাম খুজে থাকেন । কেননা তারা ইসলামিক নাম রাখতে স্বচ্ছন্দ্যবোধ করেন।
তাই আজ আমি এসব বিষয়ে লক্ষ্য করে ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা ও ইসলামিক বিজনেস নাম সম্পর্কে তথ্য দিব । পাশাপাশি ইসলামিক কোম্পানির নাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

আর আনকমন ও চমৎকার চমৎকার নাম বলব যাতে করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আনকমন নাম রাখতে পারেন।
আশা করি সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা ও নাম বের করার কৌশল ২০২৫
ব্যবসা-বাণিজ্য নানান ধরনের হয়ে থাকে । তাই আপনাদের সুবিধার্থে এখানে আমি প্রতিটা ব্যবসার নাম আলাদা আলাদাভাবে আলোচনা করব।
সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক নামের তালিকা বলার পরে নাম বের করার কৌশল নিয়ে আলোচনা করব ।
যাতে করে আপনাদের বুঝতে কোন ধরনের সমস্যা না হয়। খুব সহজে উপকৃত হন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার কাঙ্খিত নামটি পেয়ে যান। চলুন আলোচনা শুরু করা যাক।
এখানে আমি বিভিন্ন ক্যাটাগরী হিসেবে আলাদা আলাদা ভাবে নামের তালিকা বর্ণনা করেছি। অতএব আপনি যে ক্যাটাগরিতে বিজনেস করতে চাচ্ছেন।
ওই ক্যাটাগরির নামগুলো ভালোভাবে খেয়াল করবেন। আশা করি ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকাগুলো থেকে খুব সহজেই ভালো একটি ধারণা পেয়ে যাবেন।
ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকাগুলো :
এই তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম বাছাই করতে পারেন। কেননা আমি এখানে ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা নিয়ে আলোচনা করেছি ।
- নূরের আলো
- তাওহিদ স্টোর
- ইমানের পথে
- দারুস সালাম
- আল-হিকমা
- সিরাত শপিং
- বারাকাহ বাজার
- রাহমাত স্টোর
- আল-কুরআন কর্নার
- আল-আমানাহ
- সালামত শপিং সেন্টার
- জান্নাত দরজা
- নূরানি গিফটস
- ফেরদৌস স্টোর
- আল-খাইর বুটিক
- ইসলামিক লাইফস্টাইল
- সুবহান ট্রেডার্স
- ইখলাস কর্নার
- রুহানী পথিক
- মদিনা মার্ট
- মক্কা ট্রেডার্স
- আল-ইহসান
- ইবাদাহ স্টোর
- সীরাতুন নবী
- আল-মাওলা
- জামিল গিফটস
- রুহানী আলোকধারা
- তাওবার আলো
- আল-আরাফা বুটিক
- আল-মুমিন স্টোর
- হিকমাহ হাউস
- দারুল জান্নাহ
- আল-মদিনা শপিং
- ফয়েজ মার্ট
- সালেহীন বাজার
- ইলম কর্নার
- নূরুল হুদা গিফটস
- ইমানী শপিং সেন্টার
- সিদক স্টোর
- মাহেরাজ মার্ট
- সাকিনা স্টোর
- রাহমান ট্রেডার্স
- আল-মুজিব শপিং সেন্টার
- হেরা বুটিক
- সিরাজুল হুদা স্টোর
- দারুল ইহসান
- নূরানী পসরা
- ফাইযা ফ্যাশন
- রিদওয়ান গিফটস
- ইসলামিক শপ
- আর-রহীম কর্নার
- বারাকা হাউস
- আল-কাওসার স্টোর
- মদিনা কালেকশন
- আল-আমিন বাজার
- ইখলাস গ্যালারি
- তাকওয়া ট্রেডার্স
- রাহমত স্টোর
- সিরাতুল মুস্তাকিম শপিং
- জান্নাত বাজার
ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠানের নাম ( শপের ক্ষেত্রে )
আপনি যদি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। চাই সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। অর্থাৎ আপনার যদি একটি শপ থাকে। তাহলে ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠানের নামের তালিকা হলো :
- ইকরা শপ
- আল হুদা শপ
- মুসলিম শপ
- ইসলামিক শপ
- ইসলামিক জোন
- হালাল শপ
- ইসলামিক প্লেস
- লিভিং ইসলাম
- হালাল প্লেস
- ইসলামিক কর্নার
- জান্নাতের সুগন্ধি
- ইসলামিক গ্লো
- পবিত্র সৌন্দর্য
- মদিনা কসমেটিকস
- ইসলামিক সাজ
- ইসলাম অল
- ইসলাম এন্ড দ্যা আম্পায়ার
- সালাম জোন
- হালাল কর্নার
- দ্যা মুসলিম ওয়ে
- সুলতান শপ
- আল-জুম্মা প্লেস
- আমজাদ শপ
- আল-আরাফাহ শপ
- ইসলামিক হাট বাজার
- হালাল কেনাকাটা
- দ্যা মুসলিম পণ্য হাউস
- ইকরা কেনাকাটা
মুদি দোকানের ক্ষেত্রে ইসলামিক বিজনেস নাম
অর্থাৎ আপনার যদি মুদি দোকান থাকে। আর ওই মুদি দোকানের নামটি ইসলামিক হিসেবে রাখতে চান। তাহলে নিম্নের ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠানের নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম বাছাই করতে পারেন।
- মুসলিম স্টোর
- বরকত স্টোর
- বিসমিল্লাহ স্টোর
- আব্দুল্লাহ মুদি হাউস
- ইসলামিক সদাই ঘর
- দ্যা হালাল মুদি হাউস
- ইকরা স্টোর
- বারাকা স্টোর
- হাসান স্টোর
- রাজি স্টোর
- আমিনা স্টোর
- আল হুদা মার্ট
- তাবাসসুম মুদি দোকান
- ইকরা নিত্য সামগ্রী
- ইসলামিক মুদি প্লেস
- আল-কুদ্দুস মুদি মাল
- আর-রাজ্জাক নিত্য জিনিসপত্র
- আল- আরাফাহ মুদি কর্ণার
- হালাল সদাই
- আস-সালাম
- আয়েশা স্টোর
- ইসলামি মার্কেট
- উসমান ইবনে আফান স্টোর
- আল-ফিরদাউস স্টোর
- আমান স্টোর
- হিদায়াত স্টোর
- রহমাত স্টোর
- ইকরা মার্ট
- জান্নাতুল ফিরদাউস স্টোর
- তাওফিক স্টোর
খাবারের দোকানের ক্ষেত্রে ইসলামিক ব্যবসার নাম

অর্থাৎ আপনার যদি খাবারের দোকান থাকে। আর আপনি খাবারের দোকানের ইসলামিক নাম রাখতে চান। তাহলে নিম্নের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করতে পারেন।
- ইকরা ফুড শপ
- রয়েল ফুড
- আল-হেরা ফুড
- নুর হোটেল
- হিদায়া রেস্টুরেন্ট
- রহমাত রেস্টুরেন্ট
- বরকত ভাতের দোকান
- নিয়মত খাবারের ঘর
- আল কাবাব
- দ্যা ইমাম ফুড
- আল – হুদা খাদ্য বিতান
- ক্যাফে সালমান
- আর-রহমান খাবার ঘর
- আর-রিজক রেস্টুরেন্ট
- ইসলামিক খাদ্য ভান্ডার
- হালাল খাদ্য বাড়ি
- ইসলামিক ফুড কর্নার
- নিয়মত খাবারের ঘর
- আল্লাহর দান হোটেল
- আফিয়াত হোটেল
- আল-ফাতিহ রেস্টুরেন্ট
- আল-কারিম রেস্টুরেন্ট
- নূরের খানা
- স্বর্গের স্বাদ
- ঈমানের আহার
- জান্নাতি জুস
- বিসমিল্লাহ খাবার দাবার
- বারকাতুল্লাহ খাদ্য বিতান
- ক্যাফে ইসলামীক খাদ্য ভান্ডার
- আল-হেরা খানাপিনা
- খুশহাল খাদ্য সেন্টার
- দ্যা হালাল বিচিত্রা স্বাদ
ওষুধের দোকানের ক্ষেত্রে
অর্থাৎ আপনার যদি একটি ওষুধের দোকান থাকে। আর আপনি ওই ওষুধের দোকানের নাম ইসলামিক রাখতে চান। তাহলে নিম্নের তালিকা থেকে আইডিয়া নিতে পারেন।
- ইসলামিক মেডিসিন ঘর
- বিসমিল্লাহ ফার্মেসি
- দ্যা হালাল মেডিসিন হোম
- আব্দুল্লাহ মেডিকো
- আল হুদা স্বাস্থ্য হাউস
- আলহেরা মেডিসিন কর্নার
- ইকরা সুরক্ষা মেডিসিন ঘর
- জুবায়ের মেডিসিন ঘর
ইসলামিক বিজনেস পেইজ এর নাম
অর্থাৎ আপনার যদি বিজনেস পেজ থাকে। আর ওই বিজনেস পেজের নামটি ইসলামিক হিসেবে রাখতে চান। তাহলে নিম্নের ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম বাছাই করতে পারেন।
- সততা বিজনেস
- মেহনতি উদ্যোক্তা
- কাপড়ের ব্যবসায়ী
- আমরা ব্যবসায়ী
- চালের ব্যবসায়ী
- হাট বাজার
- পাইকারি ব্যবসা
- আসো বিজনেস করি
- ইসলামিক ইনস্পায়ারেশন
- ইসলামিক আর্ট
- ইসলামিক লাইফস্টাইল
- ইসলামিক মোটিভেশন
- ইসলামিক পরিকল্পনা
- ইসলামিক বুক স্টোর
- হালাল ফুড স্টোর
- ইসলামিক গিফট কর্ণার
- মুসলিম ফ্যাশন
- ইসলামিক ট্রাভেল এজেন্সি
- ইসলামিক কনসাল্টিং
- হিজাব হাউস
- ইমানি পোশাক
- হালাল স্টাইল
বরকতময় ব্যবসার নামের তালিকা
আপনি যদি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। চাই সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। অর্থাৎ আপনার যদি ব্যবসার নামটি বরকতময় খুজছেন । তাহলে এটা আপনার জন্য ।
- আল হুদা শপ
- মুসলিম শপ
- ইসলামিক হাট বাজার
- হালাল কেনাকাটা
- সততা বিজনেস
- হালাল প্লেস
- হালাল ফুড
- ইসলামিক প্লেস
এই প্রত্যেকটি নাম বরকতময় । আশা করি আপনি বুঝতে পেরেছেন ।
ব্যবসা প্রতিষ্ঠানের আরবি নামের তালিকা
আপনার যদি একটি দোকান থাকে। আর ওই দোকানের নামটি আরবি হিসেবে রাখতে চান। তাহলে নিম্নের ব্যবসা প্রতিষ্ঠানের আরবি নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম বাছাই করতে পারেন।
নাম | উচ্চারন | অর্থ |
بيت النور | বাইতুন নূর | আলোর ঘর |
جوهرة الحياة | জাহরাতুল হায়াত | জীবনের রত্ন |
التميز | আত-তামায়ুজ | বিশেষত্ব |
درب النجاح | দরবুন নাজাহ | সাফল্যের পথ |
مفتاح الرزق | মিফতাহুর রিজক | জীবিকার চাবি |
مملكة الخير | মামলাকাতুল খাইর | কল্যাণের রাজ্য |
المرجعية | আল-মারজিআহ | প্রধান উৎস |
النجمة الساطعة | আন-নাজমাতুস-সাতিয়াহ | ঝলমলে তারা |
عين الهدى | আইনুল-হুদা | পথের দৃষ্টি |
السماء الزرقاء | আস্সামাউয-যুরকাআ | নীল আকাশ |
مستقبل مشرق | মুস্তাকবাল মাশরিক | উজ্জ্বল ভবিষ্যৎ |
السرور | আস-সুরুর | আনন্দ |
الكرامة | আল-করামাহ | মর্যাদা |
الأمل | আল-আমাল | আশা |
الشروق | আশ-শুরুক | সূর্যোদয় |
الفجر | আল-ফাজর | ভোর |
الدرر | আল-দুরার | মণি |
سوق الجمال | সুকুল-জামাল | সৌন্দর্যের বাজার |
واحة السلام | ওয়াহাতুস-সালাম | শান্তির মরুদ্যানে |
عطر الجنة | আতরুল-জান্নাহ | জান্নাতের সুগন্ধ |
ইসলামিক কোম্পানির নামের তালিকা কি ?

বর্তমানে অনেক ইসলামিক কোম্পানি রয়েছে। এ সমস্ত কোম্পানির নাম থেকে আইডিটা গ্রহণ করতে পারেন। নিচে এই সমস্ত কোম্পানির নাম দেওয়া হল।
- ইকরা কোম্পানি
- মুসলিম কোম্পানি
- ইসলামিক জোন
- আল হুদা
- হালাল প্রোডাক্ট
- দ্যা মুসলিম লিমিটেড
- আরবি ইসলামিক লাইফ
- ইসলামিক ফাইন্যান্স
- আল জুদি হোল্ডিং কোম্পানি
- আল রাবিয়া কোম্পানি
- এরাবিয়ান কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং সেন্টার
- দার আল রিয়াদ কোম্পানি
- আল মারফা কোম্পানি
- হাইটেক এল এল সি
- আল-নূর ফাইন্যান্স
- ইখলাস ট্রেডিং কোম্পানি
- আমানাহ গ্রুপ
- তাকওয়া এন্টারপ্রাইজ
- রহমত ইনভেস্টমেন্ট
- সাকিনা হোল্ডিংস
- আল-ইমান টেকনোলজিস
- হালাল ভেঞ্চারস
- বারাকাহ ফাইন্যান্স
- মদিনা সলিউশনস
- আল-মুহসিন সার্ভিসেস
- ইমানিক ইনোভেশনস
- নূরানী ফাউন্ডেশন
- ফয়েজ এন্টারপ্রাইজ
- মুহাফিজ ইনভেস্টমেন্টস
- আল-আমান ফাইন্যান্সিয়ালস
- সিরাত গ্রুপ
- ইসলামিক ইনসাইটস
- খায়র হোল্ডিংস
- ইত্তেফাক সলিউশনস
এ সমস্ত নাম থেকে আইডিয়া গ্রহণ করে আপনি আপনার ইসলামিক কোম্পানির নাম নির্বাচন করতে পারে।
আরবি দোকানের নাম
আপনি যদি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। চাই সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। অর্থাৎ আপনার যদি ব্যবসার নামটি আরবি খুজছেন । তাহলে এটা আপনার জন্য ।
- যমযম ইলেকট্রনিক্স
- আল-আমিন শপ
- হালাল কর্নার
- মুসলিম শপ
- মুসলিম ফুড
- আল-আরাফা টেইলার্স
- আল-হেরা শপ
- বুর্ঝ খলিফা কর্নার
এই প্রত্যেকটি নাম আরবি। আশা করি আপনি বুঝতে পেরেছেন ।
কিভাবে আপনি আপনার ইসলামিক কোম্পানির জন্য ভালো একটি নাম নির্বাচন করবেন ?
আপনাকে আপনার ব্যবসার জন্য এমন একটি নাম নির্বাচন করতে হবে যা আপনার প্রতিযোগীদের থেকে আপনার ব্যবসাকে ভিন্ন করে তুলবে এবং আকর্ষণীয় তুলবে। অতএব নাম নির্বাচন করার আগে নিচের এই কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে ফলো করতে হবে।
- আপনার ব্যবসার সাথে পরিপূর্ণভাবে মিল রেখে নাম নির্বাচন করবেন। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করুন যাতে করে আপনার গ্রাহকরা আপনার ব্যবসা সম্পর্কে শুনার সাথে সাথে বুঝতে পারে যে আপনি কি ধরনের ব্যবসা করেন। যেমন : আপনার একটি আতরের দোকান রয়েছে। এক্ষেত্রে নাম হবে আল মদিনা আতর ঘর। এরকম নাম রাখার দ্বারা অবশ্যই বুঝা যাবে যে আপনি কি ধরনের ব্যবসা করেন।
- আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত প্রতিযোগী রয়েছে। ঐ সমস্ত প্রতিযোগীদের ব্যবসার নাম সম্পর্কে চিন্তা ফিকির করুন এবং নানান রকম গবেষণা করুন। এবং সেখান থেকে ভালোভাবে আইডিয়া নিন।
- একদম সহজ একটি নাম নির্বাচন করুন। যাতে করে উচ্চারণ করতে ও মনে রাখতে সহজ হয়। এই হিসাবে কমপক্ষে ব্যবসার নাম যেন তিন শব্দের বেশি না হয়। আপনার কোম্পানির নাম যত বেশি গ্রাহকরা মনে রাখবে তত বেশি তারা আপনার কোম্পানির প্রতি আকর্ষিত হবে।
- ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক নাম অবশ্যই সার্চ ইঞ্জিন অটোমাইজেশন এর দিকে লক্ষ্য করে রাখার চেষ্টা করবেন। কেননা বর্তমান সময় হলো অনলাইনের যুগ। যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর দিকে লক্ষ্য করে নাম রাখেন তাহলে গ্রাহকরা আপনাকে খুঁজে বের করবে। এভাবে আপনার ব্যবসার উন্নতি দ্রুত ঘটবে। যেমন : আপনি যদি আতরের ব্যবসা করেন এক্ষেত্রে আতর হলো একটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। অবশ্যই এই কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
- ডোমেইন নাম যাচাই-বাছাই করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসার জন্য যে নামটি রাখার মনস্থ করেছেন। ওই নামটি বর্তমানে খালি আছে কিনা সে ব্যাপারে অবশ্যই আপনাকে যাচাই-বাছাই করতে হবে। যাচাই বাছাই করার নিয়ম :সর্বপ্রথম আপনাকে যে কোন ডোমেইন বিক্রয়কারী কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে একটি সার্চ বক্স পাবেন। সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে সার্চ দিবেন। তাহলে আপনি একটি ফলাফল পেয়ে যাবেন।
ইসলামিক প্রতিষ্ঠানের নাম তৈরি করার কৌশল
আপনি খুব সহজেই আপনার ব্যবসার জন্য চমৎকার চমৎকার নাম তৈরি করতে পারবেন।
নাম তৈরি করার কৌশল হল : সর্বপ্রথম আপনাকে নিচের দেওয়া যে কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর আপনাকে আপনার স্থিরকূত তোর নাম কি সার্চ বক্সে টাইপ করতে হবে। এরপর জেনারেট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি হাজার হাজার নামের আইডিয়া পেয়ে যাবেন। এখানে সংক্ষিপ্ত আকারে কৌশল আলোচনা করা হলো
অতএব নাম রাখার কৌশল বিস্তারিত ভাবে জানার জন্য নিচে আর্টিকেলটি পড়তে পারেন।
Read more : সুন্দর সুন্দর বিজনেস পেজের নামের তালিকা
পরিশেষে বলবো :
উপরে ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম।
আশা করি আপনি খুব ভালোভাবে উপকৃত হয়েছেন। অতএব আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট করবেন। ধন্যবাদ।