আপনি কি কাপড়ের দোকানের ইউনিক নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।
কাপড়ের ব্যবসা একটি চাহিদা পূর্ণ ব্যবসা। ভবিষ্যতে এর চাহিদা শুধু বাড়তে থাকবে কখনো কমবে না।
অতএব কাপড়ের ব্যবসা করে আপনি চমৎকার একটি ক্যারিয়ার গড়তে পারেন। সুতরাং আপনি যদি কাপড়ের ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে চমৎকার একটি নাম নির্বাচন করতে হবে।
কেননা প্রতিটি ব্যবসার সফলতার পিছনে ব্যবসার নাম অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই আপনাকে এ ব্যাপারে মনোযোগ দিতে হবে।

তাই আজ আমি কাপড়ের দোকানের ইউনিক নামের তালিকা বলব। যাতে করে আপনি খুব সহজেই আপনার দোকানের জন্য চমৎকার একটির নাম নির্ধারণ করতে পারেন।
পাশাপাশি নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। অতএব আর্টিকেলটি গুরুত্বসহকারে মনোযোগ দিয়ে পড়বেন।
আশা করি খুব সহজে চমৎকার একটি নাম নির্বাচন করতে পারবেন আপনার ব্যবসার জন্য। চলেন আলোচনা শুরু করা যাক।
২০২৫ সালে কাপড়ের দোকানের ইউনিক নাম ও নাম নির্বাচনের পদ্ধতি
আমি এখানে চমৎকার চমৎকার ও আকর্ষণীয় নামের তালিকা বলবো। এরপর দোকানের নাম রাখার ব্যাপারে কি কি বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে এ ব্যাপারে আলোচনা করব। যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম এর সম্মুখীন না হন।
কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা কি কি ?
কাপড়ের দোকান দুই ভাগে বিভক্ত।
- ছেলেদের কাপড়ের দোকান।
- মেয়েদের কাপড়ের দোকান।
এখানে আমি আলাদা আলাদা ভাবে তালিকা বর্ণনা করব। যাতে করে খুব সহজে বিষয়টি বুঝতে পারেন।
ছেলেদের কাপড়ের দোকানের ইউনিক নাম
এখানে আমি শুধু ছেলেদের কাপড়ের দোকানের তালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। অনলাইন দোকানের নাম রাখতে পারেন ।
আবার ইচ্ছা করলে অফলাইনের দোকানগুলোর নাম রাখতে পারেন । আশা করি আপনি উপকৃত হবেন।
- নায়ক বস্ত্র বিতান
- আসল পুরুষ বস্ত্র কেন্দ্র
- সিভিল ড্রেস জোন
- রিয়েল ম্যান আউটফিট
- সেরা বস্ত্রালয়
- ম্যানস বস্ত্র কর্নার
- নর্দান বয়েস আউটফিট
- সুটস ফর ম্যান
- ছেলেদের পোশাক কর্নার
- পাঞ্জাবি ঘর
- ছেলেদের পছন্দ কর্নার
- ইস্টার্ন বয়েজ এপ্যারেল
- ইমরান বস্ত্র বিতান
- সুমন বস্ত্র কর্নার
- রয়েল স্টাইল
- ফ্যাশন ম্যান্ট্রা
- সিগনেচার ওয়্যার
- সুলতান স্টাইল
- গ্ল্যাডিয়েটর গার্মেন্টস
- ড্যাশিং ড্রেসেস
- উদয়ন কালেকশন
- স্টাইল ভাইব
- গর্জিয়াস গেটআপ
- ট্রেন্ডি হ্যাঙ্গার
- ব্রেভ মেন কালেকশন
- অ্যান্টিক আউটফিটস
- রুড বয় স্টোর
- মডার্ন মেনসওয়্যার
- ড্রেস কোড
ইত্যাদি এই সমস্ত দোকানের নাম থেকে খুব সহজে আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আরো পড়ুন :
- বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা : ১৬টি আনকমন ব্যবসার আইডিয়া ।
- বাচ্চাদের পোশাকের ব্যবসা আইডিয়া: প্রতিমাসে ৬০-৭০ হাজার টাকা আয় ।
লেডিস কাপড়ের দোকানের নাম
এখানে আমি শুধু লেডিস বা মেয়েদের কাপড়ের দোকানের নাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। কাপড়ের পেজের নাম বাংলায় বলব যাতে নাম রাখতে সুবিধা হয় । আশা করি আপনি উপকৃত হবেন।
- রানী বস্ত্র বিতান
- সুচিত্রা বস্ত্র কর্নার
- নীল পরী বস্ত্র শালা
- রূপসী বুটিক হাউস
- অহনা বস্ত্র ঘর
- রূপবতী বস্ত্র কর্নার
- আবরণ বস্ত্র মেলা
- চাঁদনী বস্ত্র কর্নার
- মায়াবতী লেডিস কর্নার
- লাল পরী বস্ত্র শালা
- লেডিস ক্লথ হাউস
- পরি বস্ত্র বিতান
- মিষ্টি মেয়ে বস্ত্রঘর
- রেশমি লেডিস কর্নার
- শাড়ি শৃঙ্গার
- বিউটি বুটিক
- লেডি লুমস
- সাজনী ফ্যাশন হাউস
- মেহের বুটিক
- প্রিয়াংকা কালেকশন
- রূপসী রঙ
- নারী নূপুর
- গ্ল্যাম গার্মেন্টস
- লেডি লাইফস্টাইল
- মাধুরী মার্ট
- এথনিক এলিগেন্স
- মেহের জামা
- নায়িকা নিধি
- রুপমেলা কালেকশন
- লেডিজ লাভ
- সৌন্দর্য শপ
- ঈশিতা ইম্পোরিয়াম
- ফ্যাশন কুইন
- সাজগৃহ
ইত্যাদি এই সমস্ত জামা দোকানের নাম থেকে খুব সহজে আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
ইসলামিক কাপড়ের দোকানের নাম
এখানে আমি শুধু ইসলামিক কাপড়ের দোকানের তালিকা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি উপকৃত হবেন।
- জান্নাতী বস্ত্র কর্নার
- মক্কা বস্ত্র বিতান
- মদনিা বস্ত্র কর্নার
- বিসমিল্লাহ বস্ত্র শালা
- আল-আমীন বুটিক হাউস
- তাকওয়া বস্ত্র ঘর
- আল্লাহর দান বস্ত্র কর্নার
- তাকওয়া ক্লথ হাউজ
- মায়ের দোয়া বস্ত্র শালা
- ইমানি পোশাক
- নূর কালেকশন
- হিদায়াত হিজাব হাউস
- ইসলামিক ফ্যাশন হাব
- তাকওয়া ট্রেডার্স
- আল আমিন আভা
- মদিনা স্টাইলস
- ফাইজা ফ্যাশন
- আল্লাহর রহমত গার্মেন্টস
- মদিনা মার্ট
- সালাম পোশাক প্যালেস
- নূরানী কালেকশন
- বিসমিল্লাহ বুটিক
- আমানত স্টাইলস
- দীনধার্মি ফ্যাশন
ইত্যাদি এই সমস্ত দোকানের নাম বাংলা থেকে খুব সহজে আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
গার্মেন্টস দোকানের নাম
আমি এখানে গার্মেন্টস এর দোকানের নামের তালিকা বলবো। অতএব আপনি যদি একটি গার্মেন্টস দোকান থাকে। তাহলে এখান থেকে আপনি আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন।
- সুবহান টেক্সটাইল মিল
- আল আরাফাত গার্মেন্টস
- সাইফুল টেক্সটাইল
- সুমন বুটিকালয়
- সাইমন গার্মেন্টস
- লেডিস গার্মেন্টস
- গার্মেন্টস কর্নার
- ফ্যাব্রিক হাব
- গ্ল্যাম গার্মেন্টস
- ট্রেন্ড টেক্সটাইল
- স্টাইলিশ স্টিচ
- সুপার সফট গার্মেন্টস
- অ্যাপারেল আর্কেড
- ড্রেস ডিপো
- কটন কালেক্টিভ
- মডার্ন মলমেন্টস
- রিচ টেক্সটাইলস
- নিউ লুকস
- ফ্যাশন হাউস
- ট্রেন্ডি টেক্সচার
- ইলিগেন্স এম্পোরিয়াম
- ফ্যাব্রিক ফাউন্ডারি
- ড্রেস কোড
- শোভা শপ
- স্টাইল স্পট
- ওয়ারড্রোব উইজ
- ক্লাসিক কালেকশন
ইত্যাদি এই সমস্ত আনকমন কাপড়ের দোকানের নামের তালিকা থেকে খুব সহজে আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
কাপড়ের দোকানের ইউনিক নাম ইংরেজি
আমি এখানে কাপড়ের দোকানের ইউনিক নাম ইংরেজিতে বলবো। অতএব আপনি এখান থেকে আইডিয়া গ্রহণ করতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন।
- Clothoria
- Fabric Fusion
- The Cloth Corner
- Silken Threads
- Loom & Lace
- Style Stash
- Drape Dreams
- Velvet Vogue
- Thread Tales
- Chic Weaves
- The Wardrobe Studio
- Fabrinique
- Weavex
- Trendora
- Texelle
- Loomora
- Fabspire
- Drapico
- Threadora
- Stylique
- Fabrio
- Clothenza
- Texnova
- Loomify
- Drapenza
- Threadium
- Weavora
- Stylora
- Fabrista
- Velvesta
- Clothique
- Fabrono
- Weavencia
- Drapanova
- Loomster
- Threadista
- Texora
- Styloom
- Fabtrix
ঢাকার বিখ্যাত কাপড়ের দোকানের নামের তালিকা

পুরাতন ঢাকার মধ্যে বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে। এখানে পাইকারি খুচরা কাপড় বিক্রি করা হয়। পুরান ঢাকায় মোটামুটি ১০ হাজার থেকে ১৫ হাজার কাপড়ের দোকান রয়েছে। এখানে আপনি যে সমস্ত কাপড় পাবেন সেগুলো হলো :
- শার্ট – প্যান্ট
- থান কাপড়
- পাঞ্জাবি – পায়জামা
- শাড়ি
- সালোয়ার কামিজ
- বোরকার কাপড়
- লুঙ্গি
- বিছানার চাদর
- পর্দার কাপড়
- ছাপার কাপড়
ইত্যাদি এরকম নানান জাতীয় কাপড় পাবেন। এখানে বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে।
আমি কয়েকটি মার্কেটের নাম তুলে ধরছি।
- গুলশান আর সিটি
- হামিদ ম্যানশন
- এসি মার্কেট
- চায়না মার্কেট
- নবাব বাড়ির দোকান
এ সমস্ত জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান পাবেন।
তবে পুরাতন ঢাকা ছাড়া আরো অনেক জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান রয়েছে। যেমন :
- চাঁদনীচক মার্কেট
- গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট
- নিউ মার্কেট
- ফার্মগেট
ইত্যাদি এই সমস্ত জায়গায় বিখ্যাত বিখ্যাত কাপড়ের দোকান পাবে।
আমি আপনাদের সুবিধার্থে ঢাকার বিখ্যাত কাপড়ের দোকানের নামের তালিকা বলছি:
- হ্যাপি ক্লথিং
- ফ্যাশন টাইম
- বেস্ট ড্রেস
- গুডলী ক্লথস
- কালার থ্রেড ড্রেস জোন
- রিয়েল লুকস ফ্যাশন
- হোম লেদার এন্ড লেস অনন্য আবরণ
- অপরূপা বস্ত্রশাল
- চাঁদনী বস্ত্র বিতান
কাপড়ের দোকানের নাম রাখার পূর্বে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে ?
নাম নির্বাচন করার পূর্বে মোটামুটি ৪টি বিষয়ে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে।
১. কাপড়ের দোকানের সাথে ব্যবসার নাম মিল রাখতে হবে। অর্থাৎ আপনার কাপড়ের দোকানের জন্য যে নামটি নির্বাচন করতে চাচ্ছেন সে নামটি যেন কাপড়ের দোকানের সাথে মিল থাকে। যাতে করে ক্রেতারা নাম শুনে বুঝতে পারে যে আপনি কাপড়ের ব্যবসা করছেন।
২. কাপড়ের দোকানের ইউনিক নাম ও আনকমন নাম নির্বাচন করা। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করবেন যে নামটি সচরাচর শোনা যায় না। এতে করে আপনার দোকানের নাম শুনে ক্রেতারা আকর্ষিত হবে। ফলে ভালোভাবে আপনার দোকানের নাম তাদের ব্রেনে অঙ্কিত হয়ে যাবে।
৩. খুব সংক্ষিপ্ত একটি নাম নির্বাচন করা। অর্থাৎ নাম নির্বাচন করার সময় এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে নাম যেন লম্বা না হয় । এতে ক্রেতারা মনে রাখতে পারবে না। নাম যত সংক্ষিপ্ত হবে ক্রেতারা ততো মনে রাখতে পারবে।
৪. আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত প্রতিযোগী রয়েছে ঐ সমস্ত প্রতিযোগীদের প্রতি পর্যবেক্ষণ করা। অর্থাৎ তারা কিভাবে নাম রেখেছে এ সমস্ত বিষয়ে ফলো করা। এরপর একটি আইডিয়া গ্রহণ করে তাদের থেকে আরও চমৎকার নাম নির্বাচন করা।
আরো পড়ুন : স্বল্প পুঁজিতে স্মার্ট ব্যবসা আইডিয়া: মাসে ৪০-৫০ হাজার টাকা আয়
কাপড়ের দোকানের জন্য নাম নির্বাচন করার কয়টি পদ্ধতি রয়েছে ?
দুইটি পদ্ধতি রয়েছে। আর এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনার ব্যবসার জন্য চমৎকার একটি নাম নির্বাচন করতে পারেন।
১. অনলাইন কাপড়ের দোকানের নাম সরাসরি তৈরি করা।
অর্থাৎ নিচে কয়েকটি ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো । এরকম কয়েকটি ওয়েবসাইটের নাম দেওয়া হল :
এখান থেকে দুই ভাবে তৈরি করতে পারবেন।
- এ সমস্ত ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে clothing store লিখে সার্চ দিলে নানারকম নামের তালিকা তৈরি করে দেবে। এরপর আপনি এখান থেকে একটি নাম নির্বাচন করতে পারেন।
- আপনার যে নামটি পছন্দ ওই নাম লিখে সার্চ দিবেন। এরপর আপনাকে ওই ওয়েবসাইটটি নানান রকম নামের তালিকা দিবে।
উপরে দেওয়া যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। আরো স্পষ্টভাবে বুঝার জন্য নিচের ছবিটির দিকে ভালোভাবে লক্ষ করুন।

উপরের ছবিতে দেখতে পারছেন সার্চ বক্সে আমি clothing store শব্দটি লিখেছি। কারণ আমি কাপড়ের দোকান রিলেটেড পেজ তৈরি করার ইচ্ছা করেছি।
এরপর আপনি Get Started অপশনে ক্লিক করবেন। আপনাকে কাপড়ের দোকান রিলেটেড নানান ধরনের নাম দেখাবে।

এই সকল নামের লিস্ট থেকে চমৎকার চমৎকার আইডিয়া পেয়ে যাবেন । কোন ধরনের প্রবলেম ছাড়াই। আশা করি আপনি বুঝতে পেরেছেন ।
এ সমস্ত ওয়েবসাইট একমাত্র ইংলিশ নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
২. নামের তালিকা থেকে একটি নাম নির্বাচন করা।
অর্থাৎ কাপড়ের দোকানের ইউনিক নাম বের করার জন্য বিভিন্ন দোকানের নামের তালিকা থেকে যে কোন একটি নাম পছন্দ করা। অতঃপর ওই অনুযায়ী একটি নাম নির্বাচন করা। উপরে বিস্তারিতভাবে তালিকা বলা হয়েছে ।
পরিশেষে বলব :
উপরে কাপড়ের দোকানের ইউনিক নাম ও নাম নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পাশাপাশি নানান প্রয়োজনীয় তথ্য দিলাম।
আশা করি উপকৃত হয়েছেন । যদি এই লেখাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।