আপনি কি জানতে চান খেলনা পাইকারি বাজার কোথায় কোথায় রয়েছে ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
খেলার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। খেলনার ব্যবসা অনেকেই শুরু করে কিন্তু ঠিকমত লাভ না হওয়ার কারণে ব্যবসা বন্ধ করে দেয় ।
অতএব আপনি যদি ঠিকমত লাভ করতে চান এবং প্রচুর পরিমাণ বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাইকারি মার্কেট থেকে খেলনা ক্রয় করতে হবে ।
আজ আমি খেলনা পাইকারি বাজার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।
সেখানে থেকে আপনি কম মূল্যে খেলনা পাবেন পাশাপাশি ইউনিক এবং নতুন নতুন বিভিন্ন রকমের খেলনা পাবেন ।
ফলে আপনার বিক্রি বৃদ্ধি হবে এবং বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। এ কারণে লাভও বেশি হবে।
খেলনা পাইকারি বাজার ২০২৪
এখানে ঐ সব জায়গা সম্পর্কে আলোচনা করা হবে যে সব জায়গায় খেলনার পাইকারি বাজার রয়েছে । আশাকরি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন ।
১/খেলনা মার্কেট গুলশান -১
গুলশান-১ অনেক পাইকারি খেলনা দোকান রয়েছে। এখানে আপনি নানান ধরনের বিভিন্ন ডিজাইনের খেলনা পাবেন ।
অতএব আপনি এই পাইকারি মার্কেট থেকে কম মূল্যে পাইকারি হিসাবে খেলনাপাতি ক্রয় করতে পারেন।
২/ খেলনা পাইকারি বাজার হলো চকবাজার
বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় খেলনার পাইকারি বাজার হচ্ছে চকবাজার। ছোট বাচ্চাদের খেলনার মার্কেট হিসেবে চকবাজার খুবই নামকরা একটি স্থান বা প্রসিদ্ধ একটি স্থান।
এখানে আপনি নানান ধরনের খেলনা পাবেন । হাই কোয়ালিটি থেকে শুরু করে নিম্নমানের খেলনা পাবেন।
অতএব আপনি যদি খেলনা বিক্রির ব্যবসা করতে চান তাহলে আপনি চকবাজার থেকে খেলনা ক্রয় করতে পারেন।
এখান থেকে আপনি খুব কম মূল্যে খেলনা করে করতে পারবেন। যার ফলে আপনি খুবই লাভ করতে পারবেন প্রত্যেকটি পণ্যের মধ্যে ।
কয়েকটি দোকানের নাম দেয়া হলো যাদের কাছে যোগাযোগ করে আপনি খুব কম মূল্যে খেলনা ক্রয় করতে পারেন।
- খায়ের ম্যানশন , চকবাজার ১২১১
০১৮৫৬৩৮৫৫২০
- আল-মদিনা স্টোর , চকবাজার, ঢাকা
০১৮৮৪১৬৮৮১৪
- লামিয়া স্টোর, চকবাজার, ঢাকা
- মেসার্স শ্রাবন্তী স্টোর , চকবাজার
০১৮১৩৫৬৯৯৬২
- মুজিবুল স্টোর , চকবাজার ঢাকা
০১৭১৪৩০১৫১৬
চকবাজারের এসব দোকান থেকে ক্রয় করতে পারেন। তবে এরকম আরো অনেক দোকান রয়েছে ইচ্ছে করলে তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন।
যাদের কাছ থেকেই ক্রয় করেন অবশ্যই দেখেশুনে ক্রয় করবেন যাচাই-বাছাই ও বুঝেশুনে করে ক্রয় করবেন।
বাংলাদেশে খেলনার অনেক পাইকারি মার্কেট রয়েছে। সমস্ত মার্কেট থেকে চকবাজারে সবচেয়ে বেশি খেলনা পাওয়া যায় পাশাপাশি কম দামে পাওয়া যায়।
এই চকবাজার থেকে পুরা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। অতএব চেষ্টা করবেন চকবাজার থেকে খেলনা ক্রয় করতে।
বাচ্চাদের খেলনা মার্কেট হল নিউ এলিফ্যান্ট রোড
এখানে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ডিজাইনের খেলনা পাইকারি বিক্রি হিসেবে পাবেন। এখানে অনেক দোকান পাবেন।
প্রত্যেকটি দোকানে পাইকারি হিসেবে খেলনা বিক্রি করা হয়। অতএব আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই মার্কেট থেকে পাইকারি হিসেবে কম মূল্যে খেলনা ক্রয় করতে পারেন।
বাচ্চাদের খেলনা পাইকারি বাজার হল নিউ মার্কেট
নিউ মার্কেটেও নানান ধরনের বিভিন্ন ডিজাইনের হাই কোয়ালিটি থেকে শুরু করে নিম্নমানের খেলনা পাবেন।
এখানে খুব কম মূল্যে খেলনা বিক্রি করা হয়। ছোট থেকে শুরু করে অনেক বড় বড় খেলনার দোকান রয়েছে।
অতএব আপনি যদি ব্যবসা করতে চান তাহলে নিউমার্কেট থেকে পাইকারি হিসেবে খুব কম মূল্যে হাই কোয়ালিটি মানের খেলনা কিনতে পারেন।
আরো পড়ুন :- ২০২৪ সালে সফল উদ্যোক্তা হওয়ার ১৭টি উপায়
বাচ্চাদের খেলনা পাইকারি মার্কেট হলো ইসলামপুর
ইসলামপুরে অবস্থিত চায়না মার্কেটে নানান ধরনের খেলনা বিক্রি করা হয়। এখানে অনেক বড় বড় দোকান রয়েছে। এসমস্ত দোকানে কম মূল্যে হাই কোয়ালিটি মানের খেলা বিক্রি করা হয়।
অতএব আপনি যদি খেলনা ক্রয় করতে চান তাহলে এই সমস্ত দোকান থেকে খুব কম মূল্যে পাইকারী হিসেবে ক্রয় করতে পারবেন।
গুলিস্তান
গুলিস্তানে নানান ধরনের খেলনা বিক্রি করা হয়। এখানে পাইকারি এবং খুচরা হিসেবে খুব কম মূল্যে খেলনা পাবেন।
এখানে অনেক বড় বড় দোকান রয়েছে। অতএব আপনি এসমস্ত দোকান থেকে খুব কম মূল্যে পাইকারি হিসেবে খেলনা ক্রয় করে বিক্রি করতে পারেন।
বাচ্চাদের খেলনা আইটেম
বর্তমান সময়ে অনেক ধরনের খেলনা পাওয়া যায়। কয়েকটি খেলার নাম দেওয়া হল
- কার্ড গেম
- বারবি ডল
- বোর্ড গেম
- খেলনা ট্রেন
- রিমোট কন্ট্রোল গাড়ি
- খেলনা এরোপ্লেন
- হোন্ডা
- ফিশিং গেম
- খেলনা হেলিকপ্টার
- রিমোট কন্ট্রোল ছাড়া গাড়ি
- খেলনা টেলিফোন
- ট্রাক
- খেলনা ভেকু
- পাখি
- খেলনা হাতি
ইত্যাদি এরকম হাজারো ধরনের খেলনা রয়েছে। সময় যত যাচ্ছে খেলনার ধরন তত বাড়ছে। অতএব খেলনার প্রকার বলে শেষ করা যাবে না।
খেলার ধরণ হাজার-হাজার রয়েছে। পাইকারের দোকানে গেলেই বোঝা যায়। শিশুদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হল খেলনা। যখনই কোনো শিশুকে খেলনা দেয়া হয় তখনই তারা খুব আনন্দিত হয়।
অতএব বুঝা গেল শিশুদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো তাকে খেলনা গিফট করা। এতেই তারা আনন্দিত হবে আর অন্য কিছু চাবে না।
খেলনা ব্যবসা করতে গেলে কি কি বিষয় জানা প্রয়োজন ?
আপনি যদি ব্যবসা করতে চান তাহলে কয়েকটি বিষয়ে মনোযোগ দিতে হবে
- অবশ্যই ইউনিক এবং নতুন নতুন আইটেম ও ডিজাইনের পণ্য আপনার সংগ্রহে রাখতে হবে। তাহলে প্রচুর পরিমাণে বিক্রি হবে এবং লাভ হবে।
- কিনার সময় অবশ্যই কম দামে কিনতে হবে। তাহলে আপনি বেশি লাভবান হবেন।
- হাই কোয়ালিটি খেলনা কেনার চেষ্টা করবেন
- বাচ্চাদের প্রতি খেয়াল রেখে অথবা তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে খেলনা আপনার সংগ্রহে রাখতে হবে।
- দ্বিতীয় বার আবার আপনার কাছ থেকে পণ্য ক্রয় করবে যদি আপনি গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন।
- আপনার প্রতিযোগী যারা তাদের প্রতি লক্ষ্য রেখে ব্যবসা করতে হবে। অর্থাৎ তারা কি ধরনের খেলনা বিক্রি করে এবং তারা কিভাবে ক্রেতাদের সাথে ব্যবহার করে এরকম নানান জিনিস আপনাকে ফলো করতে হবে।
উপরে যে সমস্ত বিষয় আলোচনা করা হলো যদি এই সমস্ত বিষয়ে ফলো করেন তাহলে আপনি অবশ্যই ব্যবসায় সফল হতে পারবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না।
তবে অবশ্যই ধৈর্যের সাথে লেগে থাকতে হবে তাহলে আপনি দ্রুত সফল হতে পারবেন।
সর্বশেষ বলব : উপরে যে খেলনা পাইকারি বাজার সম্পর্কে আলোচনা করলাম পাশাপাশি খেলনা বিক্রির ব্যাপারে আইডিয়া দিলাম ।
যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। পাশাপাশি শেয়ার করবেন। ধন্যবাদ।