২০২৪ সালে ১৪ টি পন্থা অনুসরণ করে ব্যবসায় সফল হওয়ার উপায় ।

আপনি কি জানতে চান অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় বা ব্যবসা ভালো হওয়ার উপায়  ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

ব্যবসা শুরু করাটা অনেক সহজ কিন্তু ব্যবসায় সফলতা লাভ করা অনেক কঠিন।

কেননা বর্তমান সময়ে প্রচুর লোকেরা ব্যবসা শুরু করে কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ব্যবসা বন্ধ করে দেয়।

তবে কিছু উপায় রয়েছে আপনি যদি ওই উপায়গুলো ফলো করেন তাহলে ১০০% আপনি ব্যবসায় সফলতা লাভ করবেন।

আজ আমি ব্যবসায় সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে।

ব্যবসায় সফল হওয়ার উপায়

Table of Contents :-

ব্যবসায় সফল হওয়ার উপায় – ২০২

প্রথমে আপনাকে বিভিন্ন মার্কেটপ্লেস যাচাই করতে হবে । তারপর গবেষণা করে বের করতে হবে কোন  ব্যবসায় লাভ বেশি। পাশাপাশি ওই ব্যবসার ক্ষতির দিকগুলো লক্ষ রাখতে হবে।

তারপর আপনি ব্যবসা শুরু করে দিবেন। আমি ১৪ টি উপায় বলবো। এই উপায়গুলো আপনি ফলো করবেন।

এক নজরে ১৪টি ব্যবসায় সফল হওয়ার উপায়

এখানে সংক্ষিপ্ত আকারে ব্যবসায় সফল হওয়ার উপায়গুলোর দেওয়া হলো :

  • গ্রাহকদেরকে টার্গেট করা 
  • প্রতিযোগীদেরকে চিহ্নিত করা 
  • ব্যবসার মধ্যে নতুনত্ব কিছু করা 
  • লক্ষ স্থির করা 
  • ব্যবসায় প্রচুর সময় দেওয়া
  • ধারাবাহিকতা রক্ষা করা 
  • ব্যবসার সমস্ত লেনদেন ও ক্রয়-বিক্রয় সব লিখে রাখা
  • ব্যবসায় রিস্ক নেওয়া 
  • পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া
  • ধৈর্য্য এবং সহ্য করা
  • প্রচার প্রসারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া
  • নাম নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ।
  • গ্রাহকদের প্রতি লক্ষ্য রাখা ।
  • সফল উদ্যোক্তাদের জীবনী পড়া ।

বিস্তারিত আলোচনা ব্যবসায় সফল হওয়ার উপায় সম্পর্কে :

এতক্ষণ সংক্ষিপ্ত আলোচনা করলাম । এখন প্রত্যেকটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই উপায়গুলো থেকে আইডিয়া নিতে পাড়লে আপনি খুব সহজেই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন।

তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। চলুন আলোচনা শুরু করা যাক।

১. গ্রাহকদেরকে টার্গেট করা 

ব্যবসায় সফল হতে গেলে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে গ্রাহকদেরকে নিয়ে। কারণ আপনি গ্রাহকদেরকে খুশি করতে পারলে আপনার ব্যবসার সাফল্যের গতি দ্রুত বেড়ে যাবে।

গ্রাহকদেরকে খুশি করার জন্য কয়েকটি কাজ করতে পারেন ।

  1. গ্রাহকদের সাথে সব সময় ভালো ব্যবহার করা
  2. তাদেরকে সুযোগ-সুবিধা দেওয়া।
  3. মাঝে মাঝে অফার দেওয়া
  4. ভালো পণ্য দেওয়া।

একবার তাদেরকে খুশি করতে পারলে দেখবেন তারা বারবার আপনার কাছে পণ্য কিনতে আসবে। তারাই আপনার ফ্রিতে মার্কেটিং করবে। অর্থাৎ অন্যান্য লোকদেরকে বলবে যে অমুক কোম্পানির পণ্য অনেক ভালো।

এরকম নানান লাভ হবে গ্রাহকদেরকে খুশি করতে পারলে। অতএব এর মধ্যে গুরুত্বপূর্ণ উপায় হলো গ্রাহকদেরকে খুশি করা।

আরো পড়ুন :- ২০২৪ সালে সফল উদ্যোক্তা হওয়ার ১৭টি উপায়

২. প্রতিযোগীদেরকে চিহ্নিত করা সফল ব্যবসায়ী হওয়ার উপায়

একটি ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি  ভূমিকা রাখে সেটা হল প্রতিযোগিতামূলক ব্যবসা এবং প্রতিযোগীদেরকে চিহ্নিত করা। কেননা প্রতিযোগিতার কারণে অনেকগুলো কাজ অটোমেটিকভাবে সম্পাদন হয়।

  • সব কাজ দ্রুত সম্পাদিত হয়
  • অধিক পরিমাণে কাজ সম্পূর্ণ হয় যেটা আপনি ভাবতেও পারবেন না।
  • প্রতিযোগিতার কারণে ভালো পণ্য দেওয়া হয়
  • ভালো সার্ভিস দেওয়া হয়
  • সব সময় ব্যবসা থেকে উন্নত করার চেষ্টা করা হয়

এরকম নানান জিনিস এই প্রতিযোগিতার মাধ্যমে হয়ে থাকে ‌। আর প্রতিযোগীদেরকে চিহ্নিত করে তাদের প্রতিটা পদক্ষেপে ফলো করা এবং তাদের থেকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করা।

সব সময় চেষ্টা করা ঐ সমস্ত পন্যকে বাছাই করা রেগুলার মধ্যে গ্রাহকদের চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা কম।

এক্ষেত্রে খুব দ্রুত সফল হওয়া যায়। এ সমস্ত কাজ করলে অবশ্যই আপনার ব্যবসায় সফলতা বয়ে আনবে।

৩. ব্যবসার মধ্যে নতুনত্ব কিছু করা ব্যবসায় সফলতার কৌশল

ব্যবসায় সফল হওয়ার উপায়

বর্তমানে  হাজার হাজার উদ্যোক্তা রয়েছে। এদের মাঝখানে আপনি যদি টিকে থাকতে চান এবং সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্যবসার মধ্যে নতুনত্ব আনতে হবে এবং ব্যতিক্রমী কিছু করতে হবে। যাতে করে গ্রাহকরা হাজারো পণ্যের মধ্যে আপনার পণ্য টাকে আলাদা ভাবে

এবং আলাদা ভাবে চিনতে পারে। আপনি যদি এই কৌশলটা ফলো করতে পারেন তাহলে ব্যবসায় আপনি সফল হবেনই। কেউ আপনাকে আটকাতে পারবেনা। এই উপায় অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে।

৪. লক্ষ স্থির করা 

ব্যবসা শুরু করার পর বিভিন্ন রকম সমস্যা আসতে থাকবে এই সমস্ত সমস্যাকে দূর করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে।

আপনার যদি কোন লক্ষ না থাকে তাহলে মাঝখানে আপনি হোঁচট খেতে পারেন। ফলে সাফল্য থেকে অনেক দূরে চলে যাবেন ।

ব্যবসার প্রতি মনোযোগ কমে যাবে। তাই আপনাকে সাফল্যের জন্য একটি লক্ষ্য স্থির করতে হবে যে, ওই স্থানে আপনাকে পৌঁছতেই হবে যত বিপদ আসুক বাধা আসুক।

৫.  ব্যবসায় প্রচুর সময় দেওয়া ব্যবসার কৌশল

একটি ব্যবসার মধ্যে সময় না দিলে কখনোই ওই ব্যবসায় সফল হওয়া যাবেনা। কেননা একটি ব্যবসায় নানারকম বিপদাপদ আসে এবং বিভিন্ন রকম অসুবিধা হয়।

পাশাপাশি কিভাবে ব্যবসায়ীকে উন্নতির দিকে নিয়ে যায় তার চিন্তা করতে হয়।যখন আপনি ব্যবসায় সময় দিবেন তখনই এ সমস্ত বিষয় বা প্রবলেম সলভ করতে পারবেন।

আরেকটি বিষয় সময় দেয়া মানে শুধু বসে থাকে না বরং আপনাকে ব্যবসা সম্পর্কে কয়েকটি চিন্তাভাবনা করতে হবে।

  1. কিভাবে ব্যবসায় উন্নতি করা যায়
  2. বিভিন্ন অসুবিধাকে দূর করা যায়
  3. কিভাবে পণ্যের মান আরো বৃদ্ধি করা যায়
  4. গ্রাহক বৃদ্ধি করা যায়
  5. কিভাবে অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়

এরকম নানান বিষয় চিন্তা ভাবনা করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে।

৬. ধারাবাহিকতা রক্ষা করা ব্যবসায় লাভ করার উপায়

ব্যবসা করতে হবে দীর্ঘ পরিকল্পনা করেন। অর্থাৎ সব সময় ব্যবসা করে যেতে হবে।

কোন কিছু বাদ দেওয়া যাবে না এবং ব্যবসার মাঝে বিরতি দেওয়া যাবে না

বরং সব সময় ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে এবং বিরতিহীন ভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে।

তাহলে আপনার ব্যবসার একটি ব্যান্ড তৈরি হবে।

তখন গ্রাহকরা বলবেঃ অমুক কম্পানী দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছে অতএব তাদের পণ্য অনেক ভালো।

এর ফলে আপনার কোম্পানির বিশ্বস্থতা বাড়বে। এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে।

 ৭. ব্যবসার সমস্ত লেনদেন ও ক্রয়-বিক্রয় সব লিখে রাখা ব্যবসার টেকনিক

আপনার ব্যবসার ক্ষেত্রে যত ক্রয় বিক্রয় হবে এবং লেনদেন হবে সবকিছুই লিখে রাখুন। তাহলে আপনি জানতে পারবেন  আপনার কতটুকু লাভ হল আর কতটুকু ক্ষতি হলো। এর ফলে আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন।

কেননা ব্যবসায় লাভ হলে আরো লাভ করার চেষ্টা করবেন। আর ক্ষতি হলে যাতে করে ক্ষতি না হয় সে ব্যবস্থা করবেন

৮. ব্যবসা ভালো হওয়ার উপায় হলো ব্যবসায় রিস্ক নেওয়া 

ব্যবসায় সফল হতে গেলে আপনাকে অবশ্যই রিস্ক বা ঝুঁকি নিতে হবে।

যারা যারা ব্যবসায় সফল হয়েছে তারা ঝুঁকি নিয়েই সফল হয়েছেন। অনেক সময় বিভিন্ন অসুবিধায় পড়তে হয়

এবং অনেক সময় অনেক টাকা ইনভেস্ট করতে হয় এক্ষেত্রে ভয় না পেয়ে আপনাকে রিস্ক নিতে হবে।

তাহলে আপনি সফল হতে পারবেন।

৯. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া

অর্থাৎ আপনি যে পণ্যটা গ্রাহকের কাছে বিক্রি করেছেন তা যথাসময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে গ্রাহকরা খুশি হবেন।

এবং দ্বিতীয়বার আপনার কাছে পণ্য ক্রয় করার আগ্রহ বোধ করবে। এই কাজটা ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যাবে।

১০. মার্কেটিং এ সফল হওয়ার উপায় হলো ধৈর্য্য এবং সহ্য করা ব্যবসায় সফল হওয়ার উপায়

ব্যবসায় সফলতা একদিনই আসে না। বরং ধীরে ধীরে ব্যবসায় সফলতা আসে।

এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিভিন্ন সুবিধায় সহ্য করতে হবে।

যত কষ্টই হোক আপনাকে ব্যবসা চালিয়ে যেতে হবে। দেখবেন একদিন সফলতা আপনার কাছে এসে ধরা দেবে।

১১. প্রচার প্রসারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া

একটি ব্যবসায় সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম হলো প্রচার প্রসার করা। এর ফলে আপনার ব্যবসায় পরিচিতি বাড়বে এবং গ্রহণযোগ্যতা বাড়বে।

এই কারণে আপনাকে গুরুত্ব সহকারে প্রচার প্রসার করতে হবে। দেখবেন সফলতা আসবেই।

প্রচারণার মাধ্যম হিসেবে ফেসবুককে সর্বপ্রথম ব্যবহার করতে পারেন। কেননা বাংলাদেশের প্রায় 4 থেকে 5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন।

এখানে প্রচুর মানুষ একসাথে পাওয়া যায়। এই কারণে প্রচারণা চালানো সহজ।

প্রচারণা দুইভাবে চালাতে পারেন ১/ ফ্রিতে। ২/ টাকা খরচ করে।

অথবা ইউটিউব এর মাধ্যমে প্রচারণা চালাতে পারেন।

মোটকথা  একটি ব্যবসার সফলতার জন্য সবচেয়ে যে ভূমিকাটা রাখে সেটা হল প্রচারণা।

আপনি যত ভালো ভাবে প্রচারণা চালাবেন তত তাড়াতাড়ি সফলতা লাভ করবেন। প্রচারণার মধ্যে কমতি দেখা দিলে সফলতা সহজে পাবেন না।

 ১২. নাম নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া 

একটি ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে নাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ই-কমার্সের বড় বড় ব্যবসায়ীরা বলছেন যেকোনো প্রতিষ্ঠানের হক সমস্ত জায়গায় নাম অনেক গুরুত্বপূর্ণ।

চাই সেটা ফেসবুকের মধ্যে হোক অথবা সরাসরি কোন বিজনেস এর মধ্যে হোক অথবা কোন ওয়েবসাইটে হক। এ সমস্ত জায়গায় আকর্ষণীয় নাম মানুষের মন কারে।

এবং খুব সহজে মনে থাকে। ফলে একবার পণ্য কেনার পরে দ্বিতীয়বার আবার আগ্রহবোধ করে। নাম নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। নিচের পোস্টে বিস্তারিত দেওয়া আছে।

১৩. গ্রাহকদের প্রতি লক্ষ্য রাখা অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায়

ব্যবসায় সফল হওয়ার উপায়

একটি ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা রাখে। কেননা গ্রাহকরা যদি অসন্তুষ্ট হয়ে যায় সে খারাপ রিভিউ দিবে এবং অনেক মানুষদেরকে পণ্য কিনতে নিষেধ করবেন।

ফলে ব্যবসার মধ্যে ক্ষতিসাধন হবে। অতএব সব সময় চেষ্টা করা গ্রাহকদের সন্তুষ্টির প্রতি। কোন পণ্যের প্রতি অভিযোগ থাকলে সেটা সমাধান করা ,

কোন পণ্যের সমস্যা থাকলে সেটা ফেরত নেওয়া ইত্যাদি নানান ভাবে তাদেরকে সন্তুষ্ট করা । পাশাপাশি তাদের সাথে ভালো ব্যবহার করা। তারা যতই রাগ করুক তাদের সাথে হাসিখুশি ভাবে কথা বলা।

১৪. সফল উদ্যোক্তাদের জীবনী পড়া ব্যবসায়ী হওয়ার উপায়

এটাও সফলতার দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ সফল ব্যক্তিরা কিভাবে তাদের ব্যবসায় কৌশল অবলম্বন করে সেগুলো লক্ষ করুন।

তাদের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করুন। পাশাপাশি তাদের ভুলগুলো ভালোভাবে লক্ষ্য করুন। আপনি ঐ সমস্ত ভুল গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।

মোট কথা : ব্যবসা হলো আপনার। অতএব এর সফলতা আপনার হাতে। ব্যবসায় আপনি যত সময় দিবেন, যত গোছালো রাখবেন দেখবেন তত সফলতা অর্জন করবেন।

পাশাপাশি এর খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় ব্যবসার সফলতা রূপকথার আলাউদ্দিনের চেরাগ এর মত না। বরং সফলতা ধীরে ধীরে আসে।

ব্যবসায় কিভাবে উন্নতি করব ?

 ব্যবসায় উন্নতি করা অনেকগুলো পদ্ধতি রয়েছে। কয়েকটি পদ্ধতি দেওয়া হল :

  1. পরিশ্রম করা
  2. ধারাবাহিক ভাবে লেগে থাকা।
  3. গ্রাহকদের প্রতি মনোযোগী হওয়া
  4. উন্নতমানের পণ্য বিক্রি করা।
  5. গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করা
  6. ডেলিভারি ব্যবস্থা উন্নত মানের করা।

এ সমস্ত বিষয় ফলো করলে আশা করি আপনার ব্যবসা খুব দ্রুত উন্নত হবে।

পরিশেষে বলব : উপরে যে ব্যবসায় সফল হওয়ার উপায় সম্পর্কে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।

FAQ

কিভাবে ব্যবসায় সফল হওয়া যায়

ব্যবসা সফল হওয়ার জন্য আপনাকে কয়েকটি কাজ করতেই হবে।
1. পণ্যের মান ভালো করতে হবে।
2. গ্রাহকদেরকে সন্তুষ্ট করতে হবে।
3. ধৈর্য ধারণ করতে হবে।
4. কাজের মধ্যে ধারাবাহিকতা রাখতে হবে।
5. সমস্ত লেনদেনের হিসাব রাখতে হবে।
এ উপায় ফলো করলে আশা করি খুব সহজেই সফল হতে পারবেন।

কিভাবে ব্যবসায় উন্নতি করা যায় ?

১. ধৈর্য ধারণ করতে হবে।
২. পণ্যের মান ভালো করতে হবে ।
৩. সমস্ত লেনদেনের হিসাব রাখতে হবে।

কিভাবে বড় ব্যবসায়ী হওয়া যায় ?

১. গ্রাহকদেরকে সন্তুষ্ট করতে হবে।
২. ধৈর্য ধারণ করতে হবে।
৩. ডেলিভারি ব্যবস্থা উন্নত মানের করা।
৪. পরিশ্রম করা

আমি সবসময় নতুন জিনিস শিখতে এবং ছড়িয়ে দিতে পছন্দ করি। তাই সকল ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কিত নতুন বিষয় তুলে ধরাই আমার মূল লক্ষ্য।

Leave a Comment