স্বর্ণের আজকের বাজার দর ২০২৪ – gold price in bangladesh

আপনি কি স্বর্ণের আজকের বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এই লেখাটি শুধু আপনার জন্য ।

স্বর্ণ হলো একটি ধাতব পদার্থ। যা হলুদ রং বিশিষ্ট হয়ে থাকে। স্বর্ণের উজ্জ্বলতা মানুষের মন ও দৃষ্টি সবই আকর্ষণ করে তোলে।

স্বর্ণের আজকের বাজার দর

সেই প্রাচীন কাল থেকে স্বর্ণ তার সৌন্দর্যের মাধ্যমে হাজার হাজার মানুষ কে মুগ্ধ করে আসছে। যুগে যুগে অনেক কিছুই এসেছে।

আবার তা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তবে স্বর্ণ একমাত্র ধাতব পদার্থ যা হাজার যুগ পেরিয়ে ও মানুষের মাঝে তার গুরুত্ব, মূল্য ও প্রয়োজনীয়তা সব বজায় রাখতে সক্ষম হয়েছে।

এজন্য স্বর্ণ হলো আদিম কাল থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি ধাতব পদার্থ।
স্বর্ণ নামক এই মূল্যবান ধাতু ৪ শত খ্রিস্টাব্দের দিকে মানব সমাজে পরিচিত লাভ করে।

এবং তখন থেকে আবহমান কাল পর্যন্ত মানুষ এই স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়। আমাদের বাংলাদেশের মানুষ ও এর ব্যতিক্রম নয়।

সুতরাং যারা বাংলাদেশি টাকায় আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান, তাদের সুবিধার্থে আজ আমি স্বর্ণের আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।

Read more : অনলাইন বিজনেস টিপস ৮টি: বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন ২০২৪

অতএব আপনাকে সমস্ত লেখাটি পড়তে হবে। তাহলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আলোচনার শুরু করা যাক ।

স্বর্ণের আজকের বাজার দর ২০২৪

নিচে পর্যায়ক্রমে স্বর্ণের প্রকার অনুযায়ী আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত তথ্য দিবো।
আমাদের দেশে স্বর্ণ গ্রাম হিসেবে ও বিক্রি হয়ে থাকে।

গ্রাম হিসেবে স্বর্ণের বর্তমান মূল্য দেয়া হলো:

ক্যারেট (Carat)বর্তমান মূল্য
১৮ ক্যারেট৮,৯৭৫ টাকা।
২১ ক্যারেট ১০,৪৭০ টাকা।
২২ ক্যারেট১০,৯৬৯ টাকা।
সনাতন ৭,৪২০ টাকা।

আমাদের দেশে স্বর্ণ আবার ভরি হিসেবে বিক্রি হয়ে থাকে। এজন্য ভরি হিসেবে স্বর্ণের আগের মূল্য এবং বর্তমান মূল্য দেয়া হলো।

স্বর্ণের আজকের বাজার দর প্রতি ভরি হিসেবে :

ক্যারেট (Carat)আগের দাম বর্তমান দাম
১৮ ক্যারেট৯৮, ২৪৬ টাকা১০৪,৬৮৪ টাকা
২১ ক্যারেট১,১৪,৬২২ টাকা১২২,১২২টাকা।
২২ ক্যারেট১,২০,০৮১ টাকা১২৭,৯৪২ টাকা
সনাতন ৮১,২২৯ টাকা৮৬,৫৪৭ টাকা

ভরি হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের আজকের বাজার দর বিস্তারিত ভাবে দেয়া হলো:

আনা হিসেবে স্বর্ণবর্তমান দাম
১ আনা ৬,৫৬৭.৭৫টাকা।
২ আনা১৩,১৩৫.৫০ টাকা।
৩ আনা১৯,৭০৩.২৫টাকা।
৪ আনা২৬,২৭১.০০ টাকা।
৫ আনা৩২,৮৩৮.৭৫  টাকা।
৬ আনা৩৯,৪০৬.৫০ টাকা।
৭ আনা৪৫,৯৭৪.২৫ টাকা।
৮ আনা৫২,৫৪২ টাকা।
৯ আনা৫৯,১০৯.৭৫ টাকা।
১০ আনা৬৫,৬৭৭.৫০ টাকা।
১১ আনা৭২,২৪৫.২৫ টাকা।
১২ আনা৭৮,৮১৩  টাকা।
১৩ আনা৮৫,৩৮০.৭৫টাকা।
১৪ আনা৯১,৯৪৮.৫০ টাকা।
১৫ আনা৯৮,৫১৬.২৫ টাকা।
১৬ আনা অর্থাৎ ১ভরি স্বর্ণের বর্তমান দাম১,০৪,৬৮৪ টাকা।

ভরি হিসেবে ২১ ক্যারেট স্বর্ণের আজকের বাজার দর :

আনা হিসেবে স্বর্ণবর্তমান দাম
১ আনা৭,৬৩২.৬২ টাকা
২ আনা১৫,২৬৫.২৫ টাকা
৩ আনা২২,৮৯৭.৮৭ টাকা
৪ আনা৩০,৫৩০.৫ টাকা
৫ আনা৩৮,১৬৩.১২ টাকা
৬ আনা৪৫,৭৯৫.৭৫টাকা
৭ আনা৫৩,৪২৮.৩৭ টাকা
৮ আনা৬১,০৬১ টাকা
৯ আনা৬৬৮,৬৯৩.৬২ টাকা
১০ আনা৭৬,৩২৬.২৫  টাকা
১১ আনা৮৩,৯৫৮.৮৭  টাকা
১২ আনা৯১,৫৯১.৫ টাকা
১৩ আনা৯৯,২২৪.১২ টাকা
১৪ আনা১,০৬,৮৫৬.৭৫  টাকা
১৫ আনা১,১৪,৪৮৯.৩৭ টাকা
১৬ আনা অর্থাৎ ১ভরি স্বর্ণের বর্তমান দাম১,২২,১২২ টাকা

ভরি হিসেবে 22 ক্যারেট স্বর্ণের দাম কত today

আনা হিসেবে স্বর্ণবর্তমান দাম
১ আনা৭,৯৯৬.৩৭ টাকা।
২ আনা১৫,৯৯২.৭৫ টাকা।
৩ আনা২৩,৯৮৯.১২ টাকা।
৪ আনা৩১,৯৮৫.৫ টাকা।
৫ আনা৩৯,৯৮১.৮৭ টাকা।
৬ আনা৪৭,৯৭৮.২৫ টাকা।
৭ আনা৫৫,৯৭৪.৬২ টাকা।
৮ আনা৬৩,৯৭১ টাকা।
৯ আনা৭১,৯৬৭.৩৭ টাকা।
১০ আনা৭৯,৯৬৩.৭৫ টাকা।
১১ আনা৮৭,৯৬০.১২ টাকা।
১২ আনা৯৫,৯৫৬.৫ টাকা।
১৩ আনা১,০৩,৯৫২.৮৭  টাকা।
১৪ আনা১,১১,৯৪৯.২৫ টাকা।
১৫ আনা১,১৯,৯৪৫.৬২ টাকা।
১৬ আনা অর্থাৎ ১ভরি স্বর্ণের বর্তমান দাম১,২৭,৯৪২ টাকা ।

পরিশেষে বলবো :

উপরে স্বর্ণের আজকের বাজার দর ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। সাথে প্রতিটা বিষয়কে আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে ।

যদি আপনার এই আলোচনাটি উপকার দিয়ে থাকে। তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট করবেন। ধন্যবাদ।

আমি সবসময় নতুন জিনিস শিখতে এবং ছড়িয়ে দিতে পছন্দ করি। তাই সকল ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কিত নতুন বিষয় তুলে ধরাই আমার মূল লক্ষ্য।

Leave a Comment