২০২৪ সালে ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া : প্রতিমাসে ২০-৩০ হাজার টাকা আয়

আপনি কি ২০০০ টাকায় ব্যবসা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

আমাদের দেশের অনেক মানুষ ব্যবসা শুরু করতে ভয় পায়। তাদের মধ্যে অনেকে ব্যবসা করতে চায় , তবে মূলধনের অভাবে শুরু করতে পারে না।

২০০০ টাকায় ব্যবসা

তারা মনে করে মাত্র ২০০০ টাকায় ব্যবসা করা সম্ভব নয়। তাদের কে বলছি, আপনার ধারণা ভুল। ২০০০ টাকায় ও ব্যবসা করা যায়। এবং অনেক লাভজনক ব্যবসা করা যায়।

তাই আজ আমি ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

পাশাপাশি ব্যবসা করার জন্য কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

যাতে করে আপনি কোন প্রবলেমের মুখামুখি না হন। অতএব আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে।

২০০০ টাকায় ব্যবসা আইডিয়া ২০২৪

আমরা নিচে ২০০০ টাকা নিয়ে বেশ কিছু লাভজনক ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুন আলোচনা শুরু করা যাক ।

১, কাপড় স্ত্রী করা:

আসলে আমাদের সমাজের মানুষ একটু পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে। এজন্য তারা স্ত্রী করা ছাড়া কাপড় ব্যবহার করে না।

এজন্য সব কাপড় একসাথে ধুয়ে স্ত্রী করে রেখে দেয়। কাজের চাপে অথবা অলসতা বশত তারা ঘরে কাপড় স্ত্রী না করে কাপড় স্ত্রীর দোকানে অর্থাৎ লন্ড্রিতে দিয়ে যায়।

আর কাপড় স্ত্রী করতে আপনার শুধুমাত্র একটি স্ত্রী করার মেশিন প্রয়োজন হবে। যার মূল্য সর্বোচ্চ ১৫০০-২০০০ টাকা । সুতরাং চাহিদা বহুল এই কাপড় স্ত্রীর ব্যবসা আপনি মাত্র ২০০০ টাকায় শুরু করতে পারেন।

২, ফ্যালাক্সি লোড :

বর্তমান সময়ে প্রায় সব মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। ছোট কিংবা বড় সবাই। কারণ, মোবাইল ফোনের মাধ্যমে দূর দুর্দান্তের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা যায়।

এজন্য কিন্তু তারা সবাই মোবাইল রিচার্জ বা ফ্যালাক্সি লোড দিয়ে থাকেন। আর মোবাইল রিচার্জ করা মানুষের নিত্যদিনের প্রয়োজন হয়ে থাকে।

সুতরাং আপনি সব মানুষের চাহিদা মেটাতে ফ্যালাক্সি লোড দিতে পারেন। আর ফ্যালাক্সি লোড এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ছোট বাটুন মোবাইল।

যা আপনি ১০০০-১৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সিম কোম্পানির থেকে রিচার্জ সেবা চালু করতে আপনার প্রয়োজন হবে মাত্র ৩০০ টাকা।

সুতরাং আপনি মাত্র ২০০০ টাকার মধ্যে চাহিদা বহুল এই ফ্যালাক্সি লোড ব্যবসা শুরু করে দিতে পারেন।

৩, ফুসকা, পানিপুরি :

বর্তমান সময়ে একটি জনপ্রিয় ব্যবসা হলো ফুসকা ও পানিপুরি ব্যবসা। একেবারে ছোট থেকে নিয়ে একেবারে বৃদ্ধ বয়সের মানুষ প্রায় সবাই ফুসকা ও পানিপুরি খেতে পছন্দ করে।

এমনকি ফুসকা ও পানিপুরি অনেকের নিত্যদিনের খাবারের অংশ। সুতরাং আপনি এই ফুসকা ও পানিপুরি ব্যবসা শুরু করে দিতে পারেন। ব্যয় কম হলে ফুসকা ও পানিপুরি ব্যবসায় অ্যায় অনেক বেশি।

৪, ছোলা বুট, ঝালমুড়ি:

ছোট ছোট ছেলে মেয়েরা ঝালমুড়ি ও ছোলা বুট খেতে পছন্দ করে। খেলা করে দিন শেষে বন্ধু বান্ধব একসাথে মিলে ঝালমুড়ি ও ছোলা বুট খেয়ে থাকে।

সব মিলিয়ে ঝালমুড়ি ও ছোলা বুট একটি জনপ্রিয় ব্যবসা। এবং ব্যবসাটি মাত্র ২০০০ টাকায় শুরু করে সফলতা অর্জন করা সম্ভব।

৫, ফেরিওয়ালা:

দেশ গ্রামে মানুষ বিশেষ করে মহিলারা বাজার থেকে খুব কম কেনাকাটা করে। তারা অপেক্ষায় থাকে কখন ফেরিওয়ালা আসবে।

আর ফেরিওয়ালারা ও এক এক দিন এক এক গ্রাম ঘুরে থাকে। আর এ ব্যবসাটি যেমন গ্রাম বাংলায় জনপ্রিয় তেমন লাভজনক ব্যবসা ও বটে। সুতরাং আপনি মাত্র ২০০০ টাকায় এই ফেরিওয়ালা ব্যবসা শুরু করতে পারেন।

উপরোক্ত ব্যবসাগুলো মাত্র ২০০০ টাকায় শুরু করে নিজেকে একজন সফল ব্যবসায়ীদের কাতারে নাম লেখানো সম্ভব। তবে প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয় থাকে। যেমন-

  • স্থান নির্বাচন: আপনার নির্বাচিত ব্যবসার জন্য আপনাকে উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। অর্থাৎ যে স্থানে মানুষের আনাগোনা বেশি থাকে যেমন – স্কুল -কলেজ ইউনিভার্সিটি, মসজিদ , মাদ্রাসার সামনে অথবা বিভিন্ন খেলার মাঠে বা পার্কের সামনে। এভাবে একটি উপযুক্ত স্থান নির্বাচন করতে পারলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।
  • সদাচরণ: আপনার যারা কাস্টমার তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা। তাদের কোন ভুল হলে ক্ষমা করে দেওয়া। এবং তাকে বুঝিয়ে বলা। এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা।

পরিশেষে বলবো :

উপরে ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যদি বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন।

যদি লেখাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো পড়ুন : ১০০০ টাকায় ব্যবসা করার দারুণ ১০টি আইডিয়া, প্রতিমাসে ৩৫০০০ টাকা আয়

আমি সবসময় নতুন জিনিস শিখতে এবং ছড়িয়ে দিতে পছন্দ করি। তাই সকল ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কিত নতুন বিষয় তুলে ধরাই আমার মূল লক্ষ্য।

Leave a Comment