২০২৪ সালে ২০ লাখ টাকার ব্যবসা আইডিয়া ৫টি

আপনি কি ২০ লাখ টাকার ব্যবসা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

কোন ব্যবসা শুরু করতে সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দেয় মূলধনের। কারণ, মূলধন অনুযায়ী ব্যবসায় দ্রুত লাভবান হওয়া যায়।

২০ লাখ টাকার ব্যবসা আইডিয়া

যেহেতু আপনার ২০ লাখ টাকা মূলধন হিসেবে প্রস্তুত আছে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে আপনার সফলতা অনেকটা কাছাকাছি হয়ে আসছে।

তাই আজ আমি ২০ লাখ টাকার ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

পাশাপাশি ব্যবসা করার জন্য কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

যাতে করে আপনি কোন প্রবলেমের শিকার না হন। অতএব আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে।

২০ লাখ টাকার ব্যবসা 2024

নিচে আমরা ২০ লাখ টাকার বেশ কয়েকটি ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

যদি আপনি পরিশ্রম করেন এবং সময় দেন তাহলে অল্প সময়ের মধ্যে সফলতা লাভ করতে পারবেন। চলুন আলোচনা শুরু করা যাক।

১, ফাস্টফুড ব্যবসা:

আধুনিকতার যুগে আমাদের দেশের মানুষ ও এখন ফাস্টফুড খাবারের প্রতি আগ্রহী হচ্ছে। বিশেষ করে শহরে ফাস্টফুড একটি জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম।

ব্যাপক চাহিদা থাকার পাশাপাশি এটি একটি লাভজনক ব্যবসা । ফাস্টফুড ব্যবসার জন্য কিছু বিষয় জানা থাকা প্রয়োজন। যেমন –

(১) স্থান নির্বাচন করা:

আপনার ফাস্টফুডের দোকানটা কোথায় হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা, আপনার ব্যবসার লাভ নির্ভর করে আপনার বিক্রির উপর।

এজন্য খুব ভেবেচিন্তে স্থান নির্বাচন করা উচিত। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে মানুষের আনাগোনা বেশি কোথায় হয়।

এমন জায়গায় নির্বাচন করতে হবে। যেমন, অফিস-আদালত, স্কুল -কলেজ ইউনিভার্সিটি, মাদ্রাসা ক্যাম্পাসের সামনে এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র হতে পারে।

(২) মার্কেটিং:

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনেও আপনার ফাস্টফুড দোকানের প্রচার প্রসার করতে হবে।

(৩) কর্মচারী:

কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ভালো দক্ষতা সম্পন্ন এবং মিষ্টি ভাষী দেখে নিয়োগ দেয়া। এবং খাবারের মান সর্বদা বজায় রাখার চেষ্টা করা।

(৪) হোম সার্ভিস:

মানুষ সরাসরি দোকানে গিয়ে খাওয়ার থেকে বেশি অনলাইনে অর্ডার করে থাকে। এজন্য হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা।

২, খাবারের হোটেল:

শহর অঞ্চলে মানুষের সব সময় কাজেকর্মে ব্যস্ত থাকে। তারা ঠিকমতো রান্না করে খাওয়ার সময় পাইনা।

এজন্য বর্তমান সময়ে খাবারের হোটেলের ব্যাপক চাহিদা ও রয়েছে। হোটেলের ক্ষেত্রে ও কিছু বিষয় লক্ষণীয়। যেমন –

(১) মানসম্মত খাবার:

খাবারের হোটেল পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো খাবারটা মানসম্মত হওয়া। এক্ষেত্রে আপনাকে একজন পারদর্শী শেফের প্রয়োজন হবে।

(২) পরিষ্কার-পরিচ্ছন্নতা:

হোটেলের ভিতরে এবং বাইরে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এতে করে মানুষের আগ্রহ বাড়ে।

(৩) স্থান নির্বাচন:

বাস স্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান অথবা অফিস আদালতের সামনে খাবারের হোটেলের জন্য স্থান নির্বাচন করা খুব উপযুক্ত।

আরো পড়ুন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া ২০২৪

৩, ট্রাভেল এজেন্সি:

বর্তমান সময়ে একটি আধুনিক ব্যবসা হলো ট্রাভেল এজেন্সি। চাহিদা বেশি থাকায় ব্যবসাটির ফলাফল ও খুব ভালো।

এখন প্রতিনিয়ত মানুষ বিদেশ ভ্রমন করে । কেউ অফিসের কাজে আবার কেউ ব্যবসায়ী কাজে আবার কেউ ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয়।

সুতরাং তাদেরকে ঘিরে আপনি একটি ট্রাভেল এজেন্সি খুলতে পারেন। তবে এক্ষেত্রে লক্ষনীয় বিষয় হলো আপনার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা।

এবং তাদের সাথে দেয়া ওয়াদা পূরণ করা। কোনভাবে তাদের সাথে অসৎ আচারণ না করা।

৪, ইট-খোয়া, বালু ব্যবসা:

সারা বছর জুড়ে চাহিদা থাকা একটি ব্যবসা হলো ইট-খোয়া, বালুর ব্যবসা। মানুষের ঘরবাড়ি পাকা করতে , রাস্তা-ঘাট নির্মাণের কাজে, এবং বিভিন্ন সরকারি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইট-খোয়া, বালুর প্রয়োজন হয়ে থাকে।

আর ব্যবসাটি অনেক লাভজনক ও বটে। এক্ষেত্রে আপনি সরাসরি কোন ইটের ভাটার সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে পাইকারি দরে ইট-খোয়া নিতে পারেন।

৫, গার্মেন্টস ব্যবসা:

দেশ ও বিদেশে বাজারজাত করার মধ্যম হলো গার্মেন্টসের ব্যবসা। আমাদের দেশে যেমন গার্মেন্টসের পণ্যসামগ্রীর খুব বেশি চাহিদা রয়েছে।

তেমনভাবে গার্মেন্টস পণ্যসামগ্রী বিদেশে ও রপ্তানি করা যায়। এজন্য আপনি ২০ লাখ টাকা দিয়ে প্রথমে ছোট পরিসরে একটি গার্মেন্টস খুলতে পারেন।

এবং পাইকারি ও খুচরা মূল্যে বিভিন্ন মার্কেটে বা দোকানে আপনার গার্মেন্টসের তৈরি পণ্য বিক্রি করে লাভবান হতে পারেন।

উপরোক্ত ব্যবসাগুলো বর্তমানে অনেক জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা। আর ব্যবসাগুলো ২০ লাখ টাকায় শুরু করা সম্ভব।

সুতরাং আপনি যে কোন একটি ব্যবসা করে সফল ব্যবসায়ীদের কাতারে নাম লেখাতে পারেন।

পরিশেষে বলবো :

উপরে ২০ লাখ টাকার ব্যবসা আইডিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যদি বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন।

যদি লেখাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment