২০২৪ সালে ঔষধের পাইকারী ব্যবসা

আপনি কি ঔষধের পাইকারী ব্যবসা সম্পর্কে চান ? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। এই লেখাটি শুধু আপনার জন্য।

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যবসাগুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা হলো ঔষধের ব্যবসা।

ঔষধের পাইকারী ব্যবসা

তাই আজ আমি ঔষধের পাইকারী ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

পাশাপাশি ব্যবসা করার জন্য কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

যাতে করে আপনি কোন প্রবলেমের শিকার না হন। অতএব আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে।

ঔষধের পাইকারী ব্যবসা 2024

সাধারণত মানুষের শরীর স্বাস্থ্যের উন্নতি ও অবনতির জন্য প্রায় সবাই ঔষধ সেবন করেন। আপনার ঔষধের ব্যবসা কে লাভজনক করতে নিচের বিষয়গুলো ফলো করা জরুরি।

১, লাইসেন্স করা:

বর্তমান বাংলাদেশের আইন ব্যবস্থা খুব সতর্ক এবং চৌকান্না। আর ঔষধ এবং ফার্মেসীর বিষয়ে আরো বেশি সতর্ক।

কারণ, এখানে সাধারণ মানুষের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। সুতরাং ঔষধের পাইকারী ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে লাইসেন্স করতে হবে।

এক্ষেত্রে আপনি যদি ফার্মেসিস কোর্স টি কমপ্লিট করে থাকেন , তাহলে তার সার্টিফিকেট সাথে রাখতে হবে।

অন্যথায় আপনার ঔষধের ব্যবসায় এমন একজন কর্মচারী রাখতে হবে , যার ফার্মাসিস্ট কোর্স কমপ্লিটের সার্টিফিকেট আছে। তাছাড়া বিশেষ করে ২ টি লাইসেন্স আপনার জন্য খুব বেশি জরুরি।

(১) ড্রাগ লাইসেন্স:

ড্রাগ লাইসেন্স ঔষধ ব্যবসা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইসেন্স। কেননা, আপনি ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রি করতে পারবেন না।
ড্রাগ লাইসেন্স নেওয়া জন্য আপনাকে যে সব কাগজপত্রের প্রয়োজন হবে।

  • আবেদনপত্র
  • ফার্মাসিস্টের সার্টিফিকেট
  • জমির কাগজপত্র
  • ব্যাংক স্টেটমেন্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

(২) ট্রেড লাইসেন্স:

আপনার ঔষধের ব্যবসাটি আইনগত হওয়ার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং ইউনানী সব ধরণের ঔষধ বিক্রির জন্য আপনার লাইসেন্স করা জরুরি।

আপনার স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও ড্রাগ কন্ট্রোল অফিসে যোগাযোগ করে আপনি লাইসেন্সের বিষয়ে সহায়তা লাভ করতে পারেন।

২, ঔষধ নির্বাচন করা:

যেহেতু আপনি ঔষধের ব্যবসা করবেন, এজন্য আপনাকে প্রথমে বিভিন্ন ফার্মেসীগুলোতে ঔষধ বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোন কোন ঔষধের চাহিদা আছে সেগুলো নোট করতে হবে।

৩, ঔষধ ক্রয় করা:

প্রথমত আপনি বিভিন্ন নামকরা ঔষধ কম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং সাথে সাথে খেয়াল রাখবেন যে , কোন কোম্পানির ঔষধ বিক্রি করলে বেশি লাভবান হওয়া যাবেন।

যাতে সে সব কোম্পানির থেকে আপনি সরাসরি ঔষধ ক্রয় করতে পারেন। কোন নির্দিষ্ট কোম্পানির ঔষধ বেশি বিক্রি করতে পারলে আপনি কোম্পানির পক্ষ থেকে অনেক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

আর যদি আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনি ঢাকা মিটফোর্ড বাবু বাজার যেতে পারেন।

কারণ মিটফোর্ড বাবু বাজার হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ঔষধের বাজার। বাজারটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই অবস্থিত।

এই বাজার থেকে আপনি যে কোন কোম্পানির ঔষধ পাইকারি মূল্যে পেয়ে যাবেন।

৪, ঔষধ সম্পর্কে ধারণা:

আপনি যে ঔষধ পাইকারি ব্যবসা করবেন, এজন্য আপনাকে ঔষধ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে।

বিভিন্ন ঔষধ কোম্পানির পরিচয় জানতে হবে এবং কোন কোম্পানির ঔষধ সচরাচর বেশি প্রচলন আছে তাও আপনাকে গবেষণা করে বের করতে হবে।

এবং কোন কোম্পানির ঔষধ বিক্রি করলে লাভের পরিমাণ বেশি হবে তাও আপনাকে খুঁজে বের করতে হবে।

নিচে আপনার সুবিধার্থে বাংলাদেশের নামকরা কিছু ঔষধ কোম্পানির নাম দেওয়া হলো।

  • স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  • একমি ল্যাবরেটরিজ
  • এসিআই ফার্মাসিউটিকাল লিমিটেড
  • এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড
  • বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  • ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  • ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  • ওরিয়ন ফার্মাসিউটিকাল লিমিটেড
  • জিসকা ফার্মাসিউটিকাল লিমিটেড
  • রেনাটা ফার্মাসিউটিকাল লিমিটেড
  • অ্যারিস্টো ফার্মা লিমিটেড

৫, ঔষধ সরবরাহ করা:

বিভিন্ন ফার্মেসীতে থেকে নেওয়া অর্ডার অনুযায়ী আপনি তাদের কাছে ঔষধ পাঠিয়ে দিবেন। এবং আপনি অনলাইনে ও পাইকারি ঔষধ বিক্রি করতে পারেন।

এতে আপনার কষ্ট ও লাঘব হবে। শুধুমাত্র অনলাইন থেকে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন।

এক্ষেত্রে সবার কাছে ঔষধের গুনাগুণ বর্ণনা করতে হবে এবং ফার্মেসী গুলোতে আপনার ঔষধ কে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

পরিশেষে বলবো :

উপরে ঔষধের পাইকারী ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যদি বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন।

যদি লেখাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো পড়ুন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া ২০২৪

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment