২০২৫ সালে টি শার্ট পাইকারি বাজার কোথায় কোথায় আছে ?

আপনি কি জানতে চান টি শার্ট পাইকারি বাজার কোন কোন জায়গায় রয়েছে ? আমরা সকলেই জানি টি-শার্টের চাহিদা অনেক বেশি।

অতএব আপনি যদি টি শার্ট এর ব্যবসা করতে চান এবং সেখান থেকে সফলতা লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে  কম দামে এবং ভালো মানের কিনতে হবে তাহলেই আপনি লাভবান হতে পারবেন।

এই কারণে আপনাকে পাইকারি মার্কেট থেকে  কিনতে হবে।

আমাদের দেশে অনেক পাইকারি মার্কেট রয়েছে যেগুলোর কিছু মার্কেটে নিম্নমানের টি শার্ট বিক্রি করা হয় আবার কিছু মার্কেটে হাই কোয়ালিটি মানের  বিক্রি করা হয়।

আজ আমি টি শার্ট পাইকারি বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেখান থেকে আপনি কম দামে হাই কোয়ালিটি মানের ক্রয় করতে পারবেন।

টি শার্ট পাইকারি বাজার

টি শার্ট পাইকারি বাজার ২০২৫

ঢাকা এবং চট্টগ্রামে সবচেয়ে বড় বড় এবং বিখ্যাত টি শার্ট পাইকারি বাজার রয়েছে। আমি এখানে প্রথমে ঢাকার মধ্যে যেসব টি শার্ট দোকান রয়েছে সেসব দোকান সম্পর্কে আলোচনা করব ।

তারপর চট্টগ্রামের মধ্যে যেসব টি শার্ট দোকান রয়েছে সেসব দোকান সম্পর্কে আলোচনা করব । আশাকরি আপনি মনোযোগ সহকারে পড়বেন।

নিউ মার্কেট হল কম দামে টি শার্ট পাওয়া যায়

নিউ মার্কেট থেকে আপনি হাই কোয়ালিটি মানের টি শার্ট পাইকারি হিসেবে ক্রয় করতে পারবেন। এখানে আপনি নানান ধরনের বিভিন্ন ডিজাইনের  পাবেন।

যেগুলো সবই হাই কোয়ালিটি মানের। তবে অবশ্যই আপনাকে এখান থেকে যাচাই-বাছাই করে দামাদামি করে ক্রয় করতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা আপনার কাছ থেকে বেশি দাম নিতে পারে।

টি শার্ট পাইকারি বাজার হল গুলিস্থান

ঢাকার মধ্যে টি শার্টের ক্ষেত্রে সবচেয়ে নামকরা পাইকারি বাজার হল গুলিস্থান। এখানে নানান ধরনের বিভিন্ন ডিজাইনের পাবেন।

হাই কোয়ালিটি এবং নিম্নমানের  এখানে বিক্রি করা হয়। অতএব আপনি যদি টি শার্ট এর ব্যবসা করতে চান তাহলে আপনি গুলিস্তান থেকে  ক্রয় করতে পারেন।

তবে অবশ্যই দেখেশুনে যাচাই-বাছাই করে ক্রয় করবেন। অন্যথায় আপনার কাছ থেকে বিক্রেতারা দাম বেশি নিতে পারে।

কয়েকটি মার্কেটের নাম দেওয়া হল

  1. বরিশাল প্লাজা
  2. সিদ্দিক প্লাজা
  3. ট্রেড সেন্টার
  4. নগর প্লাজা

এসমস্ত মার্কেটে পাইকারি দরে  40 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত টি শার্ট  ক্রয় করতে পারবেন।

বঙ্গ বাজার পাইকারি মার্কেট

পুরা বাংলাদেশের মধ্যে রেডিমেড পোশাকের পাইকারি বাজার হিসেবে বঙ্গ বাজার খ্যাত। পাশাপাশি এটা ঢাকার মধ্যে আরেকটি নামকরা স্থান ।

এখানে নানান ধরনের বিভিন্ন ডিজাইনের টি শার্ট পাবেন। কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সব ধরনের পাওয়া যায়।

অর্থাৎ এখানে প্রায় পাইকারি হিসেবে 65 টাকা শুরু করে 350 টাকা পর্যন্ত পাওয়া যায়। পাশাপাশি খুচরাও বিক্রি করা হয়।

শাহবাগ

শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটে নানান ধরনের  বিভিন্ন আইটেমের টি শার্ট পাওয়া যায়।

বিশেষ করে বিভিন্ন দিবস, উৎসব বা আন্দোলনের ক্ষেত্রে যে সমস্ত টি শার্ট ব্যবহার হয়  তারা তৈরি করে বিক্রি করে থাকেন।

তারা হাই কোয়ালিটি মানের তৈরি করে থাকেন। এখান থেকে আপনি পাইকারি এবং খুচরা দুনো ভাবেই ক্রয় করতে পারবেন।

টঙ্গী হলো টি শার্ট পাইকারি বাজার

টঙ্গীতে অবস্থিত আশরাফ সেতু শপিং কমপ্লেক্সেও নানান ধরনের বিভিন্ন ডিজাইনের হাই কোয়ালিটি মানের এবং কম দামে  পাবেন।

আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি এই জায়গা থেকে ক্রয় করতে পারেন।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে অনেক টি শার্ট পাইকারি বাজার রয়েছে। এখানেও পাইকারি এবং খুচরা দোনো সিস্টেমে বিক্রি করা হয়। আপনি ইচ্ছা করলে কেরানীগঞ্জ থেকে  ক্রয় করতে পারেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পাইকারি ও খুচরা দুনো ভাবেই  বিক্রি করা হয়। এই নারায়ণগঞ্জ টি শার্টের ক্ষেত্রে   বিশ্বের সর্ববৃহৎ উৎপাদন স্থান।

একটি গবেষণায় বলা হয়েছে : বিগত ২০০ বছরের মধ্যে বৈশ্বিক বাজারের উৎপাদনের স্থানের দিক দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত টি শার্টের নামকরা স্থান হল নারায়ণগঞ্জ।

আপনি এখান থেকেও ক্রয় করতে পারেন পাইকারি হিসেবে। কারণে এখানে হাই কোয়ালিটি মানের পাওয়া যায়।

মিরপুর শাহ আলী কলেজ মার্কেট টি শার্ট পাইকারি বাজার

মিরপুরের মধ্যে শাহ আলী কলেজ মার্কেট বিখ্যাত। এখানে রেডিমেড বিভিন্ন পোশাক পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো টি শার্ট।

এখানে খুব কম দামে পাওয়া যায়। অতএব আপনি  ইচ্ছে করলে এই মার্কেট থেকেও পাইকারি হিসেবে  ক্রয় করতে পারেন। আর এই মার্কেটটি মিরপুর -১ মাজার রোডের পাশে অবস্থিত।

গাজীপুর

গাজীপুরেও অনেক টি-শার্ট এর গার্মেন্টস রয়েছে। সেখান থেকে আপনি ইচ্ছে করলে পাইকারি দরে ক্রয় করতে পারেন ।

অথবা অর্ডার দিয়ে তৈরি করে ক্রয় করতে পারবেন অথবা আপনি যদি নিজের কোন ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে আপনি এ সমস্ত গার্মেন্টস এর সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে টি শার্ট তৈরি করতে পারেন।

সাভার

সাভারে অনেক টি-শার্ট এর গার্মেন্টস রয়েছে। আপনি চাইলে তাদের কাছ থেকেও  ক্রয় করতে পারবেন অথবা অর্ডার দিয়েও নিতে পারবেন।

ঢাকার মধ্যে আরও কিছু দোকান রয়েছে । অর্থাৎ মিরপুর, গুলিস্থান, নিউমার্কেট  এ সমস্ত জায়গায় এমন কিছু দোকান রয়েছে যারা ছোট ছোট অর্ডার নিয়ে থাকেন।

তারপর তারা আপনার অর্ডার অনুযায়ী টি শার্ট তৈরি করে দিবে। আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকেও অর্ডার দিয়ে ক্রয় করতে পারেন।

ঢাকার আরো কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় বিদেশ থেকে আমদানিকৃত ভালো মানের টি শার্ট বিক্রি করা হয়।

এ সমস্ত জায়গায় পাইকারি এবং খুচরা দুনো সিস্টেমে বিক্রি করা হয়। তবে এখানকার দাম একটু বেশি।

সে সমস্ত জায়গা হল ১. পল্টনে অবস্থিত গাজী ভবন, পলওয়েল এবং  উত্তরায় অবস্থিত মাস্কাট প্লাজা ইত্যাদি এই সমস্ত জায়গায় বিদেশ থেকে আমদানি করে বিক্রি করা হয়।

অতএব আপনি যদি বিদেশি টি শার্ট বিক্রি করতে চান তাহলে এ সমস্ত মার্কেট থেকে পাইকারি হিসেবে ক্রয় করতে পারেন।

পাবনা

পাবনা পাইকারি বাজারের দিক দিয়ে সবচেয়ে নামকরা। এখানে পাইকেরি হিসেবে টি শার্ট পাওয়া যায়। অতএব আপনি ইচ্ছা করলে পাবনা থেকেও পাইকেরি হিসেবে  ক্রয় করতে পারেন আপনার ব্যবসার জন্য।

পাইকারি টি শার্ট বাজার চট্টগ্রাম

চট্টগ্রামেও অনেক নামকরা নামকরা পাইকারি দোকান রয়েছে টি শার্ট এর । কয়েকটি পাইকারি মার্কেট এর নাম উল্লেখ করা হলো।

জহুর আহমেদ হকার্স মার্কেট টি শার্ট পাইকারি মার্কেট

এই মার্কেটটি চট্টগ্রামের মধ্যে টি শার্টের দিক দিয়ে অনেক নামকরা একটি মার্কেট। এখানে নিম্নমান থেকে শুরু করে হাই কোয়ালিটি  কম মূল্যে বিক্রি করা হয়।

অতএব আপনি ইচ্ছা করলে মার্কেট থেকে আপনার ব্যবসার জন্য  ক্রয় করতে পারেন। যদি আপনি চট্টগ্রামের হয়ে থাকেন।

রিয়াজউদ্দিন বাজার

চট্টগ্রামে অবস্থিত রিয়াজউদ্দিন বাজারে নানান রকম বিভিন্ন ডিজাইনের টি শার্ট পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়।

অতএব আপনি যদি চট্টগ্রামে হয়ে থাকেন তাহলে আপনি এই মার্কেট থেকে নিজের ব্যবসার জন্য  নির্দ্বিধায় ক্রয় করতে পারেন।

অনলাইনে টি শার্ট পাইকারি বাজার

অফলাইনে যেমনিভাবে টি শার্টের প্রচুর পাইকারি বাজার রয়েছে। ঠিক তেমনিভাবে বর্তমানে অনলাইনেও টি শার্ট পাইকারি হিসেবে ক্রয় করা যায়।

যেমন: eibbuy.com আপনি ইচ্ছা করলে এদের কাছ থেকে পাইকারি হিসেবে ক্রয় করতে পারেন অনলাইনে ঘরে বসে বসে। এরকম আরো অনেক অনলাইনে পাইকারি দোকান রয়েছে।

পরিশেষে বলব : উপরে উল্লেখিত টি শার্ট পাইকারি বাজার কোন কোন জায়গায় রয়েছে ? যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। পাশাপাশি শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো পড়ুন :- সুন্দর সুন্দর বিজনেস পেজের নামের তালিকা

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment