শেয়ার মার্কেট কি ? ২০২৫ সালে শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি কি ?

আপনি কি জানতে চান শেয়ার মার্কেট কি ? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ কম্পানি এর সাথে সংযুক্ত ।

এখান থেকে মানুষ ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে । আপনিও যদি ইনকাম করতে চান তাহলে এ মার্কেট সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে।

কেননা  যদি পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে সফল হওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে। আজ আমি শেয়ার মার্কেট কি সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিব। পাশাপাশি খুঁটিনাটি বিষয়গুলো বলবো।

শেয়ার মার্কেট কি

শেয়ার মার্কেট কি  বা  শেয়ার বাজার কি ?

শেয়ার অর্থ : অংশ অর্থাৎ কোন কোম্পানির মূল মালিকানার অংশ।

যেমন :  যদি বলা হয়ে থাকে অমুক কোম্পানির ১০০ টি শেয়ার রয়েছে। সেখান থেকে যদি আপনি ৫০টি শেয়ার ক্রয় করেন তাহলে বলা হবে আপনি ওই কোম্পানির অর্ধেকের মালিক এ

বং আপনি ওই কোম্পানির একজন শেয়ারহোল্ডার হবেন। ইচ্ছা করলে আপনি যেকোন সময়  আপনার ঐ শেয়ারগুলো বিক্রি করতে পারবেন।

বাজার বা মার্কেট অর্থ হলো: যেখানে কোন কোম্পানির শেয়ার বেচাকেনা হয় । এই হিসেবে শেয়ার বাজার হল এমন একটি

স্থান যেখানে কোন ব্যক্তি কোন কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে অথবা বিক্রয় করতে পারে।

আশা করি আমি আপনাদেরকে  বুঝাতে পেরেছি মার্কেট কাকে বলে ও মার্কেট শেয়ার কি ?

আরো পড়ুন :- ২০২৫ সালে সফল উদ্যোক্তা হওয়ার ১৭টি উপায়

জনগণের কাছে কম্পানি কেন শেয়ার বিক্রি করে ?

প্রত্যেকটি কোম্পানী বা ব্যবসার জন্য লাগে মূলধন। আর এই মূলধনের কারণে ঐ কোম্পানি বা ব্যবসা উন্নতি লাভ করে

এবং ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পায়। মূলধন বৃদ্ধি করার জন্য বা লাভ করার জন্য প্রত্যেকটি কোম্পানি শেয়ার বিক্রি করে থাকে।

শেয়ার বাজার কত প্রকার ?

শেয়ার বাজার সাধারণত ৫ প্রকার । তবে আমাদের বাংলাদেশ শেয়ার বাজার 2 টি সিস্টেমে পাবলিক শেয়ার পাওয়া যায়

  • পাইমারি শেয়ার
  • সেকেন্ডারি শেয়ার

প্রাইমারি শেয়ার কাকে বলে বা মার্কেট কি ?

সাধারণত প্রত্যেক কোম্পানি মার্কেটে প্রবেশ করে  প্রাইমারি শেয়ার এর মাধ্যমে। তারপর কোম্পানি তাদের শেয়ারের মূল্য ধরে।

এর সাথে প্রিমিয়াম মূল্য যোগ করা হয়।তারপর তারা রেজিস্টার করে স্টক এক্সচেঞ্জ এর কাছে।

তাদেরকে অনুমতি দিলে জনগণের কাছে তাদের শেয়ার কেনার জন্য বিভিন্ন মাধ্যমে অফার দেয়।

যেমন : একটি কোম্পানির ১০০ টি শেয়ার রয়েছে। প্রতি শেয়ার মূল্য ২০ টাকা। পাশাপাশি তারা প্রিমিয়াম এর জন্য নির্ধারণ করেছে ১০ টাকা।

এই হিসেবে আপনি যদি ওই কোম্পানির কাছ থেকে শেয়ার কিনতে চান তাহলে আপনাকে ৩০ টাকা করে দিতে হবে।

সেকেন্ডারি শেয়ার কাকে বলে ?

সেকেন্ডারি শেয়ার হল ঐ শেয়ার যেটা সরাসরি কোম্পানির কাছ থেকে নেয়া হয় না বরং শেয়ার হোল্ডারের কাছ থেকে নেয়া হয়।

শেয়ার বাজার কিভাবে কাজ করে ?

শেয়ার মার্কেট কি

অনেকেই জানতে চায় শেয়ার মার্কেট কিভাবে কাজ করে ? এর উত্তর হলো :

কোন কোম্পানির শেয়ার বিক্রি করতে হলে প্রথমে তাকে স্টক এক্সচেঞ্জের কাছে রেজিস্টার করাতে হবে। প্রায় প্রতিটি দেশেই স্টক এক্সচেঞ্জ রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেট তথা বাংলাদেশীয় স্টক এক্সচেঞ্জ রয়েছে।

  1.  ঢাকা স্টক এক্সচেঞ্জ
  2. চিটাগাং স্টক এক্সচেঞ্জ
  3. পাশাপাশি আমাদের পাশের দেশ ভারতের স্টক এক্সচেঞ্জ এর নাম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। তারপর রেজিস্টার হয়ে গেলে ওই কোম্পানির শেয়ার বিক্রি শুরু করে দেয়।

শেয়ার বাজার থেকে কখন শেয়ার কিনবেন ?

  • শেয়ার কেনার আগে অবশ্যই যে কোম্পানি থেকে কিনবেন ওই কোম্পানির সম্পর্কে ভালভাবে যাচাই বাছাই করে কিনবেন।
  • যখন শেয়ারের দাম কম থাকবে এবং ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা থাকবে তখনই ঐ সমস্ত শেয়ার কিনবেন।
  • কোন সময় শেয়ারের দাম কমে এবং কোন সময় শেয়ারের দাম বাড়ে এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ রাখুন তারপর গবেষণা করুন। গবেষণা শেষ হলে একটি ফল নির্ণয় করুন তারপর শেয়ার কিনুন।
  •  ইনভেস্ট করা খুবই রিস্ক। কেননা শেয়ার ভ্যালু বাড়বে না কমবে তা বলা যায় না। তাই অবশ্যই শেয়ার মার্কেটে আপনার প্রয়োজনের বাইরে অতিরিক্ত টাকাগুলো ইনভেস্ট করুন। এক্ষেত্রে শেয়ারের দাম কমে গেলেও আপনার প্রবলেম হবেনা। অর্থাৎ আপনি নিঃস্ব হবেন না।
  • মাসের মাঝামাঝি সময়ে শেয়ার কেনার চেষ্টা করুন।

শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি কি ?

শেয়ার কেনার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট দুই ভাবে করতে পারেন।

  1. যারা মিডিয়া হিসেবে কাজ করে  মার্কেটে। অর্থাৎ ব্রোকার । তাদের কাছ থেকে আপনি একাউন্ট খুলতে পারেন। তখন তারা একটি ব্রোকার নাম্বার দিবে । আর এই ব্রোকার নাম্বার ও একাউন্টের মাধ্যমে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন। আর এই একাউন্টে আপনার সমস্ত লাভ চলে আসবে। আর একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে । কেননা এই অ্যাকাউন্টি ব্যাংক একাউন্টের সাথে যুক্ত করতে হবে।
  2. দ্বিতীয় পদ্ধতি হলো সরাসরি ব্যাংকে যেয়ে শেয়ার বেচাকেনা জন্য একাউন্ট খুলতে হবে। এটা একটু ঝামেলার বটে।

শেয়ার বাজারে বিনিয়োগ বা শেয়ার ব্যবসা করতে কত টাকা লাগে ?

আমরা দুই ভাগে ভাগ করে ছিলাম শেয়ার বাজারকে। সেই হিসাবে 5000 থেকে 6000 টাকা বিনিয়োগ করতে পারেন প্রাইমারি বাজারে ক্ষেত্রে।

তবে এর থেকে বেশি টাকা বিনিয়োগ করা ভালো। প্রাইমারি বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে রিক্স কম থাকে।

আর সেকেন্ডারি বাজারের ক্ষেত্রে আপনি 20 থেকে 25 টাকা দিয়ে বিনিয়োগ করতে পারবেন। তবে ধীরে ধীরে টাকার পরিমাণ বাড়ানো ভালো।

শেয়ার মার্কেট কি হালাল ?

শেয়ার মার্কেট কি

হালাল হওয়ার জন্য কয়েকটি শর্ত

  1. যেসব কোম্পানির শেয়ার ক্রয় করা হচ্ছে ওইসব কোম্পানি প্রকৃতপক্ষে বিদ্যমান থাকতে হবে।
  2. হালাল এবং বৈধ হতে হবে কোম্পানির মূলধন বা সম্পদ।
  3. এসব কোম্পানির ব্যবসা হালাল হতে হবে।
  4. শেয়ার ক্রয়ের সময় অবশ্যই বেচাকেনার সকল নিয়ম নীতি বিদ্যমান থাকতে হবে।
  5. কোম্পানীর সমস্ত লাভ কোম্পানির অংশীদারদের মাঝে তার অংশ অনুপাতে বন্টন করতে হবে।
  6. কোম্পানি কোন সুদী ব্যবসার সাথে জড়িত না থাকতে হবে।

এ সমস্ত শর্ত যদি পাওয়া যায় তাহলে আশা করি শেয়ার মার্কেট এর মধ্যে বিনিয়োগ করা হালাল হবে।

পরিশেষে বলব : উপরের উল্লেখিত আলোচনা অর্থাৎ শেয়ার মার্কেট কি  ? এটা কিভাবে কাজ করে ? ও মার্কেট শেয়ার কাকে বলে ? আরো নানান বিষয় আলোচনা করেছি। যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।

বাংলাদেশের শেয়ার বাজার কয়টি ?

আগে সরাসরি শেয়ার বেচা-কেনা হত । এখন অনলাইনে শেয়ার ব্যবসা করা হয় । বাংলাদেশের বর্তমানে দুইটি শেয়ার বাজার রয়েছে।
১. ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে শেয়ার বেচাকেনা হয় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
২. চিটাগাং স্টক এক্সচেঞ্জ এখানে শেয়ার বেচাকেনা হয় সকাল ১০ঃ৩০ থেকে ২:৩০ পর্যন্ত।

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

2 thoughts on “শেয়ার মার্কেট কি ? ২০২৫ সালে শেয়ার বাজারে বিনিয়োগের পদ্ধতি কি ?”

Leave a Comment