ইউনিক স্টেশনারি দোকানের নামের তালিকা ২০২৫

আপনি কি স্টেশনারি দোকানের নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

স্টেশনারি ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় ঝুঁকি একেবারে কম। এ ব্যবসায় চাহিদা অনেক বেশি।

এর চাহিদা কখনো কমবে না। বরং ভবিষ্যতে আরও বাড়বে। এসব দেখে অনেকেই ষ্টেশনারী ব্যবসা করতে চায়।

ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই ব্যবসার জন্য একটি নাম নির্ধারণ করতে হবে। কেননা ব্যবসার নাম ব্যবসার সফলতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব এ বিষয়টি আপনাকে গুরুত্বসহকারে দেখতে হবে।

স্টেশনারি দোকানের নামের তালিকা

আপনাদের সুবিধার্থে স্টেশনারি দোকানের নামের তালিকা সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি দোকানের নাম নির্ধারণ করার সময় কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ওই বিষয়গুলো আলোচনা করব।

যাতে করে আপনি খুব সহজেই চমৎকার এবং আকর্ষণীয়র নাম নির্বাচন করতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

স্টেশনারি দোকানের নামের তালিকা ২০২৫

নামের তালিকা বলার পূর্বে আমি গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা কর।

  • নাম নির্ধারণ করার পূর্বে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে
  • নাম নির্ধারণ করার জন্য কি কি পন্থা অবলম্বন করা যায় ?

এ দুইটি বিষয়ে আলোচনা করার পর নামের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন । আলোচনা শুরু করা যাক।

স্টেশনারি দোকানের নাম রাখার পূর্বে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে ?

নাম রাখার পূর্বে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে চমৎকার এবং ইউনিক একটি নাম তৈরি হবে।

৫টি বিষয় হলো :

  1. সামঞ্জস্যপূর্ণ নাম রাখা। অর্থাৎ ষ্টেশনারী ব্যবসার সাথে মিল রেখে একটি নাম নির্ধারণ করা। যাতে করে গ্রাহকরা শোনার সাথে সাথে বুঝতে পারে এটা একটি স্টেশনারি দোকান। এতে করে গ্রাহকদের আকর্ষণ বাড়বে এই দোকানের প্রতি।
  2. ইউনিক আকর্ষণীয় নাম রাখা। অর্থাৎ এমন একটি নাম নির্ধারণ করা যে নামটি খুবই ইউনিক হবে। বেশি প্রচলিত হবে না।
  3. সহজ একটি নাম রাখা। অর্থাৎ বানান এবং উচ্চারণে উভয় ক্ষেত্রেই সহজ একটি নাম রাখা। যাতে করে গ্রাহকরা খুব সহজে উচ্চারণ করতে পারে।
  4. নাম সংক্ষিপ্ত রাখা। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করা যে নামটি সংক্ষিপ্ত হবে লম্বা হবে না। এতে করে গ্রাহকরা বিরক্ত বোধ করবে।
  5. প্রতিযোগীদের পর্যবেক্ষণ করা। আপনার ব্যবসায় যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদের ফলো করা। তারা কিভাবে নাম রেখেছে , কি কি পদ্ধতি গ্রহণ করছে সেগুলোকে পর্যবেক্ষণ করা।

নাম রাখার পূর্বে অবশ্যই এই পাঁচটি বিষয়ের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। তাহলে আপনার নাম টি চমৎকার এবং ইউনিক হিসেবে পরিণত হবে।

নাম তৈরি করার জন্য কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে ?

সাধারণত নাম তৈরি করার জন্য দুইটি পন্থা অবলম্বন করা যেতে পারে।

  1. ওয়েবসাইটের মাধ্যমে দোকানের নাম তৈরি করা।
  2. তালিকা থেকে আইডিয়া নিয়ে একটি নাম তৈরি করা।

এই দুইটি পদ্ধতিতে খুব সহজেই আপনার দোকানের জন্য নাম তৈরি করতে পারবেন। আরো বিস্তারিত বলছি।

১. ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করার নিয়ম

সর্বপ্রথম আপনাকে ওয়েবসাইট গুলোতে যেতে হবে। আমি নিচে কয়েকটি ওয়েবসাইট এর তালিকা দিয়ে দিচ্ছি।

যে কোন একটি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। নিচে দেওয়া পেজের মত একটি পেজ দেখতে পারবেন।

স্টেশনারি দোকানের নাম

উপরে পেজে দেখতে পারছেন আমি wix নামক ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখানে আপনি একটি সার্চ বক্স দেখতে পারছেন। এ সার্চ বক্সে stationery ‍shop টাইপ করবেন। এরপর generate names নামক অপশনে ক্লিক করবেন। আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। তখন নিচের দেওয়া পেজের মত নতুন আরেকটি পেজ দেখতে পারবেন।

স্টেশনারি দোকানের নাম

এই পেজের মধ্যে আপনি স্টেশনারি দোকানের নামের অনেকগুলো তালিকা দেখতে পারছেন। এই তালিকা গুলো থেকে যেকোনো একটি নাম আপনার দোকানের জন্য রাখতে পারবেন।

এই নামগুলো শুধু ইংলিশে তৈরি করতে পারবেন। বাংলায় তৈরি করতে পারবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

২. বিভিন্ন নাম থেকে আইডিয়া গ্রহণ করতে পারেন।

অর্থাৎ নাম নির্বাচন করার আরেকটি পদ্ধতি হলো : আইডিয়া গ্রহণ করে একটি নাম তৈরি করা। আমি নিচে কিছু নামের তালিকা দিয়ে দিব এখান থেকে আইডিয়া গ্রহণ করতে পারবেন। এরপর আপনার দোকানের জন্য নতুন একটি নাম নির্বাচন করতে পারেন।

ইউনিক স্টেশনারি দোকানের নামের তালিকা

এখানে আমি দোকান সংক্রান্ত অনেকগুলো নামের তালিকা বলব। এ তালিকা গুলো থেকে আইডিয়া গ্রহণ করে আপনার দোকানের জন্য আকর্ষণীয় একটি নাম তৈরি করবেন।

  • মডার্ণ স্টেশনারি
  • সৌরভ লাইব্রেরী এন্ড স্টেশনারি
  • তাহসিন স্টেশনারি
  • মজিবর স্টেশনারি
  • সাব্বির পেপার হাউস
  • আলিয়া এন্টারপ্রাইজ
  • শামীম পেপার হাউজ
  • খান পেপার হাউস এন্ড স্টেশনারি
  • পালকি পেপার হাউস
  • সিটি স্টেশনারি হাব
  • পপুলার স্টেশনারি সেন্টার
  • স্টেশনারি হাব
  • স্টেশনারি জোন
  • আল-আমিন স্টেশনারি কর্নার
  • আলোকিত স্টেশনারি
  • পাঠক স্টেশনারি
  • স্টেশনারি ভান্ডার
  • শিখর স্টেশনারি
  • শ্রেষ্ঠ স্টেশনারি
  • স্টেশনারি ঘর
  • জ্ঞানের আলো স্টেশনারি
  • আজাদী স্টেশনারি
  • মদিনা স্টেশনারি
  • মায়ের দোয়া স্টেশনারি
  • কলেজ লাইব্রেরী এন্ড স্টেশনারি
  • মা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি
  • মা স্টেশনারি
  • মুন্সি কাগজ ঘর
  • সজীব কাগজ ঘর
  • শফিক স্টেশনারি
  • কলম কথা
  • রঙতুলি স্টেশন
  • পেনসিল প্যালেস
  • ক্রিয়েটিভ কর্নার
  • কাগজের গল্প
  • স্টেশনারি স্টুডিও
  • রঙিন রূপকথা
  • আর্টিফ্যাক্টস আর্কেড
  • পেন অ্যান্ড প্যাড
  • ড্রিম ড্রাফট
  • কাগজ ক্যানভাস
  • স্টাইলিশ স্টেশনারি
  • রঙতুলি রাজ্য
  • ইমাজিনেশনের ইম্পালস
  • ক্রাফ্টেড ক্রিয়েশনস
  • পেপার প্যারাডাইস
  • ড্রয়িং ডায়ারি
  • স্টেশনারি স্যুট
  • ফ্যান্টাসি ফ্লেয়ারস
  • রঙতুলির রঙ
  • লেখার ল্যান্ডস্কেপ
  • কাগজতুলি কল্পনা
  • স্টেশনারি হ্যাভেন
  • শিল্পছন্দ স্টেশন
  • পেন প্যারাডাইস
  • রঙিন রেখা
  • ড্রয়িং ড্রিমস
  • কাগজ কলম কোণ
  • রাইটিং ওয়ার্ল্ড
  • ইঙ্ক ইন্সপিরেশন
  • আঁকার আকাশ
  • নোট পয়েন্ট
  • ক্রিয়েটিভ ক্লাসিকস
  • রঙধনু রসদ
  • আর্টিজান স্টেশনারি
  • ইমাজিনেশন হাব
  • ডুডল ডেলাইটস
  • স্কেচবুক স্টুডিও
  • লেখার মায়াজাল
  • স্টাইলিশ স্ক্রিবলস

আরো পড়ুন : বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া

পরিশেষে বলল : উপরে স্টেশনারি দোকানের নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পাশাপাশি নানান প্রয়োজনীয় তথ্য দিলাম।

আশা করি উপকৃত হয়েছেন । যদি এই লেখা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment