আপনি কি হকারি ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য ।
স্বল্প বিনিয়োগে অতি লাভজনক একটি ব্যবসা হল হকারি ব্যবসা। কিন্তু আমরা ঠিক করতে পারে না কোন ব্যবসাটা করবো , কোন ব্যবসাটা আমার জন্য পারফেক্ট হবে , কোন ব্যবসা লাভজনক হবে ?
এরকম ব্যবসা খুঁজে বের করা অনেক কঠিন। তবে চিন্তার কোন কারণ নেই। এই আর্টিকেলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
তাই আজ আমি হকারি ব্যবসা আইডিয়া দিব। পাশাপাশি বলব কোন হকারি ব্যবসায় লাভ বেশি ?
ফলে আপনি সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে, কোন ব্যবসা টা আপনার জন্য পারফেক্ট হবে। এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
হকারি ব্যবসা আইডিয়া ২০২৪
অর্থাৎহকারি ব্যবসা নিয়ে নানান খুটি-নাটি বিষয় আলোচনা করব । যাতে অল্প সময়ে সফলতা লাভ করতে পারেন ।
আশা করি আপনি অনেক উপকৃত হবেন। এজন্য আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে লেখাটি পড়তে হবে। চলুন আলোচনা শুরু করা যাক।
এক নজরে হকারি ব্যবসা আইডিয়া
এখানে সংক্ষিপ্ত আকারে জনপ্রিয় বেশ কিছু হকারি ব্যবসাগুলোর আইডিয়া দেওয়া হলো :
- ফাস্টফুড
- চা- কফি
- কাপড়
- পানিপুরি ও ঝালমুড়ি
- কাঁচামাল
- ফল
- বিকাশ ও মোবাইল রিচার্জ
- জুতা ও স্যান্ডেল
- কসমেটিকস
- খাতা-কলম
বিস্তারিত আলোচনা হকারি ব্যবসা আইডিয়া সম্পর্কে :
এতক্ষণ সংক্ষিপ্ত আলোচনা করলাম । এখন প্রত্যেকটি ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ব্যবসাগুলো থেকে আইডিয়া নিতে পাড়লে আপনি খুব সহজেই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন।
তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন। চলুন আলোচনা শুরু করা যাক।
১, ফাস্টফুড:
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ফাস্টফুড। সুতরাং চাহিদা বেশি থাকায় ফাস্টফুডের ব্যবসাটা অনেক লাভজনক হতে পারে।
জনপ্রিয় ফাস্টফুডের মধ্যে বার্গার, স্যান্ডউইচ, রোল,পাস্তা, চাওমি, চিকেন ফ্রাই, ফেন্স ফ্রাই, পিজ্জা, নুডুলস, বিশেষভাবে উল্লেখযোগ্য।
২, চা-কফি:
চা-কফি বর্তমান সময়ে বন্ধুবান্ধবের আড্ডার সাথী। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা-কফির চাহিদা থাকে।
৩, কাপড়:
মানুষের কর্মব্যস্ততার কারণে এখন সবাই মার্কেটে গিয়ে জামাকাপড় বা টি-শার্ট ইত্যাদি ক্রয়ের সময় বের করতে পারে না।
এজন্য তারা হকারদের থেকে জামাকাপড় ক্রয় করে থাকে। বিশেষ করে বর্তমান সময়ে টি-শার্ট এর হকারি ব্যবসা অনেক লাভজনক।
এক্ষেত্রে আপনি বিভিন্ন গার্মেন্টস থেকে পাইকারি মূল্যে ক্রয় করে খুচরা বিক্রি করতে পারবেন।
৪,ফুসকা, পানিপুরি ও ঝালমুড়ি :
শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই ফুসকা, পানিপুরি ও ঝালমুড়ি খেতে আগ্রহী। আর এই ব্যবসাগুলো ও অতি স্বল্প খরচে অনেক লাভজনক হয়ে থাকে। কোন বিনিয়োগ করা ছাড়া।
৫, কাঁচামাল:
শহরের মানুষ বাজার থেকে খুব কম কেনাকাটা করে থাকে। বিশেষ কোন অনুষ্ঠান বা প্রোগ্রাম ছাড়া তারা কাঁচাবাজার অভিমুখে যায় না।
বাসার কাঁচামাল তরিতরকারি তারা সবসময় হকারদের থেকেই ক্রয় করে। এক্ষেত্রে আপনাকে সকাল হবার আগেই বিভিন্ন গ্রাম থেকে আসা টাটকা কাঁচামাল আড়ৎ থেকে ক্রয় করতে হবে।
তারপর টাটকা অবস্থায় এগুলো আবার বিক্রি করার তার্গেট রাখতে হবে। তাহলে আপনি তুলনামূলক একটু বেশি মুনাফা অর্জন করতে পারবেন।
৬, ফল:
ফলের ব্যবসা দু’ভাবে করা যায়। প্রথমত সিজনাল বিভিন্ন ফলের ব্যবসা। যেমন- আম , কাঁঠাল, লিচু, তরমুজ, ইত্যাদি।
আর দ্বিতীয়ত যে সব ফল সব সময় পাওয়া যায় । সে সব ফলের ব্যবসা ও করতে পারেন। যেমন- আপেল, কমলা, আঙ্গুর, মালটা, কলা, পেয়ারা, আনারস ইত্যাদি।
এসব ফলের চাহিদা সব সময় থাকে। এবং এগুলো অনেক লাভজনক ব্যবসা হতে পারে।
৭, বিকাশ ও মোবাইল রিচার্জ:
বর্তমান সময়ে বিকাশ ও মোবাইল রিচার্জ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় বিষয়ের মধ্যে অন্যতম। সুতরাং স্বাভাবিকভাবে এ ব্যবসায় কখনো লোকসান হয় না।
সাথে সাথে কম্পানির পক্ষ থেকে অনেক সুযোগ-সুবিধা ও পাওয়া যায়।
৮, জুতা ও স্যান্ডেল:
হকারি ব্যবসাগুলোর মধ্যে জনপ্রিয় একটি ব্যবসা হলো ভ্যানে করে জুতা ও স্যান্ডেল বিক্রি করা। আর এগুলো মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী।
৯, কসমেটিকস:
লাভজনক হকারি ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হলো কসমেটিকস ব্যবসা। আর বর্তমান সময়ে কসমেটিকসের চাহিদা ও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ, সাজসজ্জা করা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য।
১০, খাতা-কলম:
বিভিন্ন কম্পানির সাথে যোগাযোগ যুক্ত হয়ে খাতা-কলমের হকারি ব্যবসাও বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
স্টোর থেকে কম দামে পাওয়া যাওয়ার কারণে বিক্রি ও বেশি হয়। আর কম্পানি থেকেও একটা লভ্যাংশ পাওয়া যায়।
হকারি ব্যবসা সম্পর্কে সতর্কতা
হকারি ব্যবসা করতে হলে কিছু বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখা জরুরি।নিচে কিছু বিষয়ে উল্লেখ করা হলো।
১, স্থান নির্বাচন করা:
কোন জায়গায় কোন ধরণের ব্যবসা করলে বিক্রি বেশি হবে। সেটা বুঝতে চেষ্টা করা। এক্ষেত্রে আপনি বিভিন্ন স্কুল -কলেজ, ইউনিভার্সিটি ,অফিস-আদালত, বিভিন্ন খেলার মাঠ এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র ইত্যাদি উল্লেখযোগ্য জায়গা নির্বাচন করতে পারেন।
এবং বিভিন্ন মসজিদ – মাদ্রাসার সামনে ও বসতে পারেন। মোটকথা যেখানে সবসময় মানুষের আনাগোনা থাকে সেখানেই হকারি ব্যবসা বসতে পারে।
২, সদাচরণ করা:
সদাচারণের মধ্য দিয়ে কাস্টমার ধরে রাখা ব্যবসায় লাভবান হওয়ার একটি বিশেষ টেকনিক। আচারণ ভালো হলে মানুষ বারবার ফিরে আসে। এতে করে বিক্রি বেশি হয় ।
আরো পড়ুন :- ২০২৪ সালে সফল উদ্যোক্তা হওয়ার ১৭টি উপায়
উপসংহার
উপরে হকারি ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করলাম । এই ব্যবসাগুলো খুব লাভজনক ব্যবসা।
সুতরাং আপনি যদি উপরোক্ত নিয়মগুলো মাথায় রেখে ব্যবসা শুরু করেন। তাহলে আপনি লাভবান হতে পারবেন।
আশাকরি আপনি অনেক উপকার পেয়েছেন । লেখা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।