২০২৫ সালে চা পাতার ব্যবসা করে মাসে আয় করুন লাখ টাকা ।

আপনি কি জানতে চান চা পাতার ব্যবসা সম্পর্কে ? তাহলে আর্টিকেলটি আপনার জন্য।

বর্তমান সময়ে অনেকেই অল্প পুঁজির ব্যবসা খুজে থাকে। বর্তমানে অল্প পুঁজির ব্যবসা হিসেবে অনেক লাভজনক এবং চমৎকার ব্যবসা হলো চা পাতার ব্যবসা।

তাই আজ আমি এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি বলব এই ব্যবসা করতে পুঁজি কতটুকু লাগবে ?

কিভাবে শুরু করতে পারেন ? কিভাবে ডিলারশিপ নিতে পারেন আরো নানান বিষয়।

আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই এই ব্যবসায় সফলতা লাভ করতে পারবেন। আলোচনা শুরু করা যাক।

চা পাতার ব্যবসা

চা পাতার ব্যবসা ২০২৫

এখানে আমি চা পাতা সম্পর্কে নানান বিষয়ে আলোচনা করব পাশাপাশি বলব কিভাবে আপনি এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন। আশা করি আপনি মনোযোগ সহকারে পড়বেন।

চা পাতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

চা হলো একটি পানিও খাবার। এটা শরীরের এনার্জি যোগায়। নানান ধরনের চা রয়েছে। যেমন : হোয়াইট টি , ব্ল্যাক টি , গ্রিন টি ইত্যাদি। আরো অনেক প্রকার রয়েছে।

এই ব্যবসা ব্যবসা করতে গেলে কি কি বিষয় প্রয়োজন ?

১. এই ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনি ব্যবসা এই করতে পারবেন না।

২. যে সমস্ত কোম্পানি চা পাতা বিক্রি করে ঐ সমস্ত কোম্পানি থেকে চা পাতা ক্রয় করতে পারেন। অথবা বিভিন্ন জায়গা থেকে পাইকারি হিসেবে চা পাতা ক্রয় করতে পারেন। এই ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে চা পাতা ক্রয় করতে হবে।

চা পাতার ব্যবসায় লাইসেন্স করার জন্য কি কি জিনিস লাগবে ?

  • ১টি পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার ভোটার আইডি কার্ড
  • আপনার মোবাইল নাম্বার
  • আপনার দোকানের ঠিকানা
  • আপনার ইমেইল এড্রেস
  • ২৫০০ টাকা
  • আপনার স্বাক্ষর
  • আপনার মাল জমাকৃত গোডাউনের ঠিকানা

এই প্রত্যেকটা জিনিস অবশ্যই লাগবে। এরপর আপনি সরাসরি আবেদন করতে পারেন অথবা অনলাইনে লাইসেন্সের জন্য বাংলাদেশ চা বোর্ডে আবেদন করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

কোথায় কোথায় থেকে চা পাতা ক্রয় করবেন ‌?

চা পাতা ক্রয় করার জন্য বড় বড় কোম্পানি বাছাই করতে পারেন। আমি সুবিধার জন্য কয়েকটি কোম্পানির নাম বলছি। যেমন :

  • ইস্পাহানি
  • ফিনলে
  • সিলন
  • নাম্বার ওয়ান

এ সমস্ত কোম্পানি থেকে আপনি খুব সহজেই চা ক্রয় করার ব্যাপারে চুক্তিবদ্ধ হতে পারেন অথবা বর্তমানে চা পাতার অনেক পাইকারি বাজার রয়েছে সেখান থেকে চা সংগ্রহ করতে পারেন।

চা পাতার পাইকারি বাজার কোথায় রয়েছে ?

সিলেট হল চা পাতার পাইকারি বাজার

সিলেটে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। সিলেট চা উৎপন্নের ক্ষেত্রে অনেক নামকরণ। এখানে আমি কয়েকটি দোকানের ঠিকানা বলব।

ন্যাশনাল টি কর্পোরেশন৩১০০,৬১ দরগা গেট , সিলেট। এখানকার মোবাইল নাম্বার হল : ০১৭১১৩৪৩৩৭০
মেগা টি১১ , আলী কমপ্লেক্স। এখানকার মোবাইল নাম্বার হল : ০১৭১৩৩৯২৪৬৪

শ্রীমঙ্গল চা এর পাইকারি বাজার

শ্রী মঙ্গলে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয়। এখানে ভালো মানের চাওয়া পাওয়া যায়। আমি কয়েকটি পাইকারি বাজারের ঠিকানা বলব।

আল আমিন টিএই দোকানটি রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত। এ দোকানের মোবাইল নাম্বার হল : ০১৭১৭৪৩৯১৯৪
পদ্মা টি সাপলাইএই দোকানটিও রেলস্টেশন রোডে অবস্থিত। এর দোকানের মোবাইল নাম্বার হলো : ০১৭১১১৬৩২৯

পাশাপাশি আপনি আরো কয়েকটি স্থানে পাইকারি হিসেবে চা পাতা ক্রয় করতে পারবেন। যেমন ঢাকা , চট্টগ্রাম , পঞ্চগড় ইত্যাদি।

চা পাতা ক্রয় করার সময় কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে ?

আপনাকে কয়েকটি বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ভালোভাবে যাচাই-বাছাই করে ক্রয় করতে হবে।

  • ভালো গন্ধ দেখে ক্রয় করতে হবে।
  • মানসম্পন্ন চা পাতা হতে হবে।
  • ভালো লিকার দেওয়া চা পাতা হতে হবে।
  • হাই কোয়ালিটি মানের চা পাতা হতে হবে।
  • কষ দেখতে হবে।

আপনার অবশ্যই এই সমস্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে অবশ্যই অনেক বড় ক্ষতি সম্মুখীন হবেন। ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না।

চা পাতার ব্যবসা করার ক্ষেত্রে মূলধন কি পরিমাণ লাগে ?

এ ব্যবসা শুরু করার জন্য পুঁজি বেশি লাগবে না। অর্থাৎ আপনি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন।

আপনাকে অবশ্যই ৫০ থেকে ১০০ কেজি চা পাতা ক্রয় করতে হবে। ডিলার হিসেবে এই পরিমাণ চা অবশ্যই ক্রয় করতে হবে। এই হিসেবে মোটামুটি ৫০ হাজার টাকা দিয়ে খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

পরিশেষে বলবো : উপরে চা পাতার ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। আশা করি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন এবং উপকৃত হয়েছেন।

অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

আরো পড়ুন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া

১ কেজি চা পাতার দাম কত ?

চা পাতা বিভিন্ন মানের হওয়ার কারণে দামের মধ্যে পার্থক্য হবে ।
সর্বনিম্ন চা পাতার মূল্য ২৩০ টাকা । আর সর্বচ্চ মুল্য ৩৫০ টাকা ।
 ২৪৭ , ২৬০ , ৩০০ টাকা ইত্যাদি মুল্যেও চা পাতা পাওয়া যায় ।

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment