আপনি মাশাআল্লাহ অর্থ কি এ সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটা শুধু আপনার জন্য।
মাশাআল্লাহ এটি খুবই পরিচিত শব্দ। আমরা প্রতিনিয়তে বিভিন্ন ক্ষেত্রে এই মাশাআল্লাহকে ব্যবহার করে থাকি।
অথচ আমারা অনেকেই এর অর্থ কি এবং কখন ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় এ সম্পর্কে কিছুই জানিনা ?
তাই আজ আমি আপনাদের সুবিধার্থে মাশাআল্লাহ অর্থ কি এবংএটা কোথায় বলতে হয় এবং কখন বলতে হয় এবং এর জবাব কি ? এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।
সুতরাং এ সম্পর্কে জানতে সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আপনি এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।

মাশাআল্লাহ অর্থ কি | mashallah meaning in bengali
এটা হল আরবি শব্দ। এই শব্দটি মূলত তিনটি অংশ নিয়ে তৈরি হয়েছে।
প্রথম অংশ হল : মা । আর এর অর্থ হল : যা
দ্বিতীয় অংশ হল : শা । আর এর অর্থ হল : ইচ্ছা
তৃতীয় অংশ হল : আল্লাহ । আর এর অর্থ হল : আল্লাহ
এই হিসেবে তিন অংশ মিলে তৈরি হয়েছে মাশাআল্লাহ ( مَا شَاءَ الله ) আর এর অর্থ হল : আল্লাহ যা ইচ্ছা তাই করেন। অর্থাৎ সমস্ত ইচ্ছা একমাত্র আল্লাহ তাআলার।
আরো পড়ুন :
মাশাআল্লাহ কখন বলতে হয় ?
অধিকাংশ মানুষই জানেনা এইটা বলার সময় কখন ? অনেকে -ই এটার পরিবর্তে সুবহানাল্লাহ বলে থাকে। ফলে নানান সময় হাসি-ঠাট্টার পাত্র হয়ে যায়। তাই আজ আমি মাশা আল্লাহ কখন বলতে হয় এ নিয়ে বিস্তারিতভাবে তথ্য দিবো।
মাশা আল্লাহ বলার অনেক স্থান রয়েছে । কয়েকটি স্থান বলা হয়ঃ
- কোন ছোট বাচ্চাকে দেখলে মাশাআল্লাহ বলা। কেননা এটা বলার দ্বারা বাচ্চাদের উপর বদ নজর লাগে না। কারণ আমরা জানি বদ নজর অনেক খারাপ জিনিস । যেটা একজন শিশুকে অসুস্থ করে ফেলে।
- যখন কোন ব্যক্তি কোন কাজে সফলতা লাভ করবে তখন তাকে মাশাআল্লাহ বলা। তাহলে ওই ব্যক্তির সফলতার মধ্যে কোন বদ নজর লাগবে না।
- কোন কাজের প্রতি যদি আপনার ভালো লাগে তাহলে সে ক্ষেত্রেও তাকে মাশাআল্লাহ বলে উৎসাহিত করা। তাহলে এক্ষেত্রেও তার কোন বদ নজর লাগবে না। বরং সে উৎসাহিত হবে।
- কেউ যদি আপনার কোন উপকার করে তাহলে কৃতজ্ঞতা স্বরূপ মাশাআল্লাহ বলা।
- কোন সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলা।
আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন কখন কখন এটা বলা হয়।
মাশাআল্লাহ এর জবাব কি ?
আমারা উপরে জানতে পেরেছি মাশাআল্লাহ মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। তাই কেউ মাশাআল্লাহ বললে এর জবাবে আলহামদুলিল্লাহ বলা।
অর্থাৎ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনিও আল্লাহ তায়ালার প্রশংসা করলেন। আর এর দ্বারা নানান ধরনের বদ নজর থেকে বেঁচে থাকা যাবে।
পাশাপাশি আল্লাহতালা অনেক খুশি হবেন। কেননা আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন।
পরিশেষে বলবো : উপরে মাশাআল্লাহ অর্থ কি এ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম।
আশা করি আপনি এ ব্যাপারে পরিপূর্ণ ধারণা পেয়েছেন এবং অনেক উপকৃত হয়েছে। অতএব আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
FAQ
মাশাআল্লাহ নাকি মাশাল্লাহ ?
মাশাআল্লাহ ( مَا شَاءَ الله ) হবে । আর এটাই হবে মাশাআল্লাহ এর সঠিক বানান । আশাকরি আপনি বুঝতে পেরেছেন ।
মাশাআল্লাহ এর উত্তর কি ?
মাশাআল্লাহ এর উত্তরে আলহামদুলিল্লাহ বলতে হয় । এর মাধ্যমে আপনিও আল্লাহ তায়ালার প্রসংশা করলেন ।
মাশাআল্লাহ এর ইংরেজি বানান কি ?
ইংরেজি বানান হলো : Mashaallah . আশাকরি আপনি বুঝতে পেরেছেন ।
মাশাআল্লাহ সঠিক বানান কি ?
আরবিতে সঠিক বানান হলো : مَا شَاءَ الله এবং বাংলায় সঠিক বানান হলো : মাশাআল্লাহ এবং ইংরেজিতে সঠিক বানান হলো : Mashaallah