২০২৪ সালে খুব সহজেই পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করুন ।

আপনি কি পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করতে চান ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।

দৈনন্দিন কাজের জন্য অনেকেই ল্যাপটপ ক্রয় করতে চায়। আবার অনেকেই বিভিন্ন প্রয়োজনের কারণে ল্যাপটপ বিক্রি করতে চায়।

পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয়

এজন্য তারা ট্রাস্টেড বিভিন্ন জায়গা খুঁজতে থাকে। যেখান থেকে তারা খুব অনায়াসেই পুরাতন ল্যাপটপ ক্রয় বা বিক্রয় করতে পারবে।

আজ আমি কোন জায়গা থেকে পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করতে পারবেন এবং ক্রয় করার আগে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এজন্য আপনাকে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে লেখাটি পড়তে হবে। চলুন আলোচনা শুরু করা যাক।

পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় 2024

আমি এখানে ল্যাপটপ ক্রয় এবং বিক্রয় সম্পর্কে আলোচনা করার পূর্বে পুরাতন ল্যাপটপ ক্রয় করার পূর্বে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব ।

পুরাতন ল্যাপটপ ক্রয় করার পূর্বে করণীয়

আপনাকে ক্রয় পূর্বে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

১. ব্যাটারি দিকে লক্ষ্য রাখতে হবে।

অর্থাৎ আপনি ওই দোকানে বসেই কিছুক্ষণ চালিয়ে দেখুন। চার্জ কি পরিমান কমছে। যদি ব্যাটারি লেভেল দ্রুত শেষ হয়ে যায়। তাহলে বুঝা যাবে ব্যাটারি ভালো না বরং ড্যামেজ। এ সমস্ত ল্যাপটপ কিনা থেকে বিরত থাকাই ভালো।

২. মডেল চেক করতে হবে।

অর্থাৎ দোকানদার যে মডেলটি বলেছে প্রকৃতপক্ষে ওই মডেলটি আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিবেন। এজন্য অবশ্যই আপনানি প্রথমে ল্যাপটপ চালু করবেন।

এরপর windows স্টার্ট থেকে sysinfo টাইপ করুন। এরপর সিস্টেম ইনফর্মেশন সিলেট করুন।

এখানে আপনি ল্যাপটপের মডেল দেখতে পারবেন। পাশাপাশি ল্যাপটপটি কোন জেনারেশন এর সেগুলো চেক করে নিবেন।

কেননা জেনারেশনের ভিন্নতার কারণে ল্যাপটপের পারফরম্যান্স ভিন্ন হয়ে থাকে। এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে।

৩. ল্যাপটপের এডাপ্টার চার্জিং যাচাই।

অর্থাৎ আপনাকে চার্জের জন্য যে অ্যাডাপটার দিচ্ছে সেটা দিয়ে চার্জ হচ্ছে কিনা। চার্জ স্বাভাবিক হচ্ছে না অনেক আস্তে আস্তে হচ্ছে সেগুলো লক্ষ্য রাখুন।

কেননা একটি ব্যাটারি ঠিক রাখার জন্য সঠিক অ্যাডাপটার ব্যবহার করা অনেক প্রয়োজন।

৪. সঠিক দোকান সিলেক্ট করুন।

বর্তমানে অনেক জায়গা রয়েছে ল্যাপটপ বিক্রি করা হয়। সঠিক স্থানে না যাওয়ার কারণে অনেকেই ধোঁকা শিকার হচ্ছে।

এই কারণে অবশ্যই আপনাকে নির্ভরযোগ্য , জনপ্রিয় এবং বিশ্বস্ত কোন দোকানে যেতে হবে। এতে করে আপনি ধোকা খাবেন না বরং নিশ্চিতভাবেই ল্যাপটপ ক্রয় করতে পারবেন। কোন কোন জায়গা থেকে ল্যাপটপ করবেন আমি নিচে বিস্তারিত বলে দিব।

৫. ডিসপ্লে চেক ।

অর্থাৎ আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে ল্যাপটপের ডিসপ্লের মধ্যে কোন দাগ আছে কিনা। কেননা এটা ধীরে ধীরে ল্যাপটপকে নষ্ট করে দিবে।

৬. ল্যাপটপের টেম্পারেচার চেক ।

কিছুক্ষণ ল্যাপটপ চালানোর পরে আপনি hwmonitor সফটওয়্যার দিয়ে চেক করবেন। যদি সিপিও টেম্পারেচার ৮০ অথবা ৯০ দেখায় তাহলে বুঝা যাবে এই ল্যাপটপ দিয়ে ভারি কোন কাজ করা অসম্ভব। অতএব এই ল্যাপটপ থেকে বিরত থাকতে হবে।

উপরে উল্লেখিত বিষয়গুলো ফলো করে ল্যাপটপ ক্রয় করবেন। তাহলে আপনি ল্যাপটপ ক্রয় করে জিতবেন । ধোকার শিকার হবেন না।

কোন কোন স্থান থেকে পুরাতন ল্যাপটপ ক্রয় করবেন ?

পুরাতন ল্যাপটপ ক্রয়

আমি আপনাদের সুবিধার্থে কয়েকটি স্থানের নাম বলে দিচ্ছি। এ সমস্ত স্থান থেকে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন।

১. শাহ আলী মার্কেট থেকে ক্রয় ।

এ মার্কেটটি মিরপুর ১০ নাম্বারে গোল চত্বরের পাশে অবস্থিত। এই মার্কেটের ছয় তলায় পুরাতন ল্যাপটপের বাজার। এই ছয় তলায় প্রায় সমস্ত দোকানেই পুরাতন ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

২. মাল্টিপ্ল্যান থেকে ক্রয় ।

ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান্টের নবম তলায় পুরাতন ল্যাপটপ সকল দোকানে পাওয়া যায়।

এই সমস্ত ল্যাপটপ অধিকাংশই সিঙ্গাপুর ,  মালয়েশিয়া , দুবাই ইত্যাদি স্থান থেকে আনা হয়েছে।

এ সমস্ত ল্যাপটপ পুরানো এবং ব্যবহৃত। তবে এগুলো দেখতে একেবারে নতুনের মত। এ মাল্টিপ্লানের পাশাপাশি অন্যান্য মার্কেটে পুরাতন ল্যাপটপ পাওয়া যায়।

পুরাতন ল্যাপটপ বিক্রয় করুন ।

এলিফেন্ড রোডে অবস্থিত সেলটেক সিয়েরা কম্পিউটার মার্কেটের দ্বিতীয় তলা শাকিল টেক কম্পিউটারে খুব সহজেই পুরাতন ল্যাপটপ বিক্রি করতে পারবেন।

অনলাইনে পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয়

অফলাইনে যেভাবে পুরাতন ল্যাপটপ ক্রয় এবং বিক্রয় করা যায় ঠিক তেমনি ভাবে অনলাইনেও খুব সহজে পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করা যায়।

এজন্য কয়েকটি নামকরা ওয়েবসাইট রয়েছে। এ সমস্ত ওয়েবসাইটে আপনি ল্যাপটপ ক্রয় করতে পারবেন পাশাপাশি বিক্রিও করতে পারবেন।

১. bikroy.com এই ওয়েবসাইট এর মাধ্যমে ।

বাংলাদেশের সবচেয়ে নামকরা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি যেকোনো ধরনের পুরাতন ল্যাপটপ ক্রয় করতে পারবেন। পাশাপাশি বিক্রিও করতে পারবেন।

bikroy.com এ সবচেয়ে সুবিধা হল : আপনার লোকেশন অনুযায়ী ক্রয় বিক্রয় করতে পারবেন।

যেমন : আপনি যদি মিরপুরে থাকেন তাহলে পুরাতন লেপটপ ক্রয় বিক্রয় মিরপুর থেকে করতে পারবেন।

আর যদি আপনি চট্টগ্রামে থাকেন তাহলে চট্টগ্রাম থেকেই ক্রয় করতে পারবেন। আর যদি আপনি রাজশাহী থাকেন তাহলে রাজশাহী থেকে ক্রয় করতে পারবেন।

মোটকথা আপনি আপনার লোকেশন অনুযায়ী bikroy.com এ যে কোন পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করতে পারবেন।

২. BD STALL নামক এই ওয়েবসাইট এর মাধ্যমে ।

এই ওয়েবসাইট থেকে যেকোনো ল্যাপটপ বিক্রি করতে পারবেন। পাশাপাশি এখান থেকে যেকোনো ধরনের ল্যাপটপ ক্রয় করতে পারবেন।

পরিশেষে বলবো :

উপরে পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। যদি বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে খুব সহজেই সফল হতে পারবেন।

যদি লেখাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো পড়ুন :


I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment