আপনি কি কম্পিউটার দোকানের নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।
বর্তমান সময়ে কম্পিউটার মানুষের নানা কাজে হেল্প করছে। ছোট থেকে বড় সকল গুরুত্বপূর্ণ কাজ এই কম্পিউটারের মাধ্যমে আঞ্জাম দেওয়া হচ্ছে।
এই কম্পিউটার মাধ্যমে মানুষ ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। মোটকথা বর্তমান সময়ে কম্পিউটারের অনেক চাহিদা।
এই চাহিদা দিনে দিনে আরো বাড়তে থাকবে । এজন্য অনেকেই কম্পিউটারের ব্যবসা করতে চাচ্ছে। আবার অনেকে কম্পিউটারের সেবা দিতে চাচ্ছে ।
কম্পিউটারের ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে আপনার দোকানের জন্য একটি চমৎকার নাম নির্বাচন করতে হবে।
প্রতিটি ব্যবসার সফলতার পেছনে দোকানের নাম অনেক বড় ভূমিকা রাখে। এজন্য অবশ্যই আপনাকে এ ব্যাপারে অনেক গুরুত্ব দিতে হবে।
তাই আজ আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার দোকানের নামের তালিকা বলবো। পাশাপাশি দোকানের নাম নির্বাচন করার সময় কি কি বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে সেগুলো আলোচনা করব।
যাতে করে নাম রাখার সময় কোন ধরনের প্রবলেমের শিকার না হন। এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ লেখাতে পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
কম্পিউটার দোকানের নামের তালিকা ২০২৪
তালিকা বলার আগে গুরুত্ব কয়েকটি বিষয় নিয়ে আলোচনা কর সেটা হল নাম নির্বাচন করার সময় কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ও কি কি পদ্ধতি যে নাম তৈরি করা যায় এটাও আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক।
নাম নির্বাচন করার পূর্বে অবশ্যই আপনাকে ৫টি বিষয়ে গুরুত্ব দিতে হবে।
যে ৫টি বিষয় গুরুত্ব দিতে হবে সেগুলো হলো :
- কম্পিউটারের দোকানের সাথে মিল রেখে নাম রাখতে হবে। অর্থাৎ এমন একটি নাম নির্ধারণ করবেন যে নামটি কম্পিউটার দোকানের সাথে সমঞ্জস্য থাকে। যাতে করে লোকজন নাম শুনেই বুঝতে পারে যে এটা একটি কম্পিউটারের দোকান।
- ইউনিক এবং চমৎকার নাম রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এমন একটি নাম নির্ধারণ করবেন যে নামটি খুবই ইউনিক। সচারাচর খুব কম ব্যবহার হয়। এতে করে গ্রাহকরা আকর্ষণের সাথে নামটি গ্রহণ করবে।
- আপনি যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদের পর্যালোচনা করবেন। অর্থাৎ তারা কিভাবে নাম রেখেছে এগুলোর দিকে বিশেষ খেয়াল করবেন।
- একেবারে সংক্ষিপ্ত নাম রাখার চেষ্টা করবেন। এতে করে গ্রাহকরা খুব সহজেই মনে রাখতে পারবে। কোন ধরনের বিরক্ত বোধ করবে না।
- কঠিন বানান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ এমন একটি নাম নির্ধারণ করবেন যে নামটি বানানের দিক দিয়ে খুবই সহজ। এতে করে গ্রাহকদের উচ্চারণ করতে সুবিধা হবে।
নাম নির্ধারণ করার পূর্বে অবশ্যই পাঁচটি বিষয়ের উপর খেয়াল রাখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
নাম নির্ধারণ করার জন্য কি কি পন্থা রয়েছে ?
সাধারণত দুইটি সিস্টেম রয়েছে।
- ওয়েবসাইটের মাধ্যমে চমৎকার চমৎকার নাম তৈরি করা।
- তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে নাম নির্ধারণ করা।
ওয়েবসাইটের মাধ্যমে চমৎকার চমৎকার নাম তৈরি করার পদ্ধতি হলো :
আমি নিচে প্রসিদ্ধ কয়েকটি ওয়েবসাইটের তালিকা বলে দিচ্ছি। এই সমস্ত সেটে সর্বপ্রথম আপনাকে প্রবেশ করতে হবে।
এই তিনটি ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোন একটি ওয়েবসাইটে যাবেন।
যেমন আমি প্রবেশ করলাম wix নামক ওয়েবসাইটে প্রবেশ করলাম। নিচের পেজের মতো একটি পেজ আসবে।
উপরের পেজের সার্চ বক্সে computer shop লেখবেন। এরপর generate names নাম অপশন এ ক্লিক করবেন।
আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। নিচের পেজের মত একটি পেজ আসবে।
উপরের পেজে কম্পিউটার সংক্রান্ত নানান রকম নামের তালিকা দেখতে পাচ্ছেন। এখান থেকে যেকোন একটি নাম আপনার রাখতে পারেন। এই ধরনের ওয়েবসাইট শুধুমাত্র ইংলিশ নামের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
নামের তালিকা থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করা।
আমি বিভিন্ন ধরনের নামের তালিকার আইডিয়া দেব। এই সমস্ত তালিকা থেকে যে নামটা আপনার পছন্দ হয় সেই নাম অনুযায়ী আপনার দোকানের একটি নাম নির্ধারণ করবেন।
কম্পিউটার দোকানের নামের তালিকা
এখানে আমি প্রসিদ্ধ এবং ইউনিক কম্পিউটার দোকানের নাম সম্পর্কে আলোচনা করব। এই নামের তালিকা থেকে যে নামটি আপনার পছন্দ হয় ওই নামটি নির্ধারণ করতে পারেন।
কম্পিউটার দোকান দুই ধরনের হয়ে থাকে।
- কম্পিউটারের সার্ভিস দিয়ে থাকে।
- সরাসরি কম্পিউটার বিক্রি করে থাকে ।
দুই ধরনের দোকানের নামের তালিকা আলাদা আলাদা উল্লেখ করব ।
কম্পিউটার বিক্রির দোকানের নামের তালিকা
আপনি যদি কম্পিউটার , ল্যাপটপ এবং কম্পিউটারের সাথে সম্পর্কিত জিনিসপত্র বিক্রি করে থাকেন। তাহলে নিচের তালিকা গুলো থেকে যেকোনো একটি তালিকা গ্রহণ করতে পারেন।
- কম্পিউটার কিংডম
- কম্পিউটার গ্যালাক্সি
- পিসি ট্রি
- মেগা পিসি ভাইন
- কম্পিউটার এক্সপ্রেস
- কম্পিউটার টেক
- কম্পিউটার ওয়ার্ল্ড
- মেগাস্টার কম্পিউটার ওয়ার্ল্ড
- ফ্রিডম কম্পিউটারস
- রায়ান্স কম্পিউটারস
- হাইজাম্প কম্পিউটার সিটি
- কম্পিউটার সিটি
- কম্পিউটার কার্নিভাল
- ফায়ার রক কম্পিউটার সেন্টার
- টেক যায়না
- পিসির হাব
- স্টার পিসি স্টোর
- একমি ডিজিটাল গেজেট ব্যাংক
- ডিজিটাল গেজেট কর্নার
- কম্পিউটার ইউনির্ভাস
আরো পড়ুন : বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া ২০২৪
কম্পিউটার সার্ভিস দোকানের নামের তালিকা
আপনি যদি কম্পিউটারের মাধ্যমে নানান ধরনের সেবা দিয়ে থাকেন। যেমন : কম্পোজ , ডিজাইন ইত্যাদি এরকম গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তাহলে নিচের তালিকা থেকে যেকোনো একটি তালিকা গ্রহণ করতে পারেন।
- কম্পিউটার একাডেমী
- তাসিন কম্পিউটার
- জননী কম্পিউটার
- টেক মাস্টার হেল্প সেন্টার
- সাইবার প্রো
- পিপলস ডিজিটাল সার্ভিস সেন্টার
- কম্পিউটার কর্নার
- ডিজিটাল সেবা কেন্দ্র
- সুন্দরবন ডিজিটাল কর্নার
- কম্পিউটার হাব
- অগ্রযাত্রা কম্পিউটার
- জনকল্যাণ ডিজিটাল সার্ভিস
- অনির্বাণ কম্পিউটার কর্নার
- কালার সাইন এন্ড কম্পিউটার
- মাশআল্লাহ কম্পিউটার
- ডিজিটাল কম্পিউটার মার্কেটিং এজেন্সি
- বাধন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট
- কাজী কম্পিউটার সেন্টার
- মা বাবার দোয়া কম্পিউটার কর্নার
- কম্পিউটার কর্নার এন্ড ফটো ল্যাব
- ডিজিটাল বস
- ব্রাদারস সাইবার কর্নার
পরিশেষে বলল : উপরে কম্পিউটার দোকানের নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পাশাপাশি নানান প্রয়োজনীয় তথ্য দিলাম।
আশা করি উপকৃত হয়েছেন । যদি এই লেখা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।