আপনি কি ফাস্ট ফুড দোকানের নামের তালিকা খুঁজতেছেন ? তাহলে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য।
বর্তমানে সকল মানুষই ফাস্ট ফুডের দোকানে খেতে পছন্দ করে। কেননা এখানে হাই কোয়ালিটি মানে খাবার পাওয়া যায়।
পাশাপাশি নানান আইটেমের খাবার পাওয়া যায়। যেমন : বার্গার , পিৎজা , ফ্রেন্ডস ফ্রাইস , স্যান্ডউইচ , চাওমিন , চকলেট কেক থেকে শুরু করে নানান আইটেমের কেক ইত্যাদি এরকম নানার আইটেমের খাবার পাওয়া যায়।
পাশাপাশি এই খাবার অনেক মজাদার হয়ে থাকে। এই কারণে সকলেই ফাস্টফুডের খাবার পছন্দ করে।
এসব দেখে অনেকেই ফাস্ট ফুড এর দোকান দিতে চায়। কেননা এই ব্যবসাটি চাহিদাপূর্ণ। দোকান দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ভাল একটি নাম নির্বাচন করতে হবে।
কেননা প্রতিটি ব্যবসার সফলতার পিছনে নাম অনেক বড় ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনাকে এই ব্যাপার অনেক গুরুত্ব দিতে হবে।
আজ আমি ফাস্ট ফুড দোকানের নামের তালিকা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। পাশাপাশি নাম লেখার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় সেগুলো আলোচনা করব।
যাতে করে নাম রাখার সময় কোন ধরনের প্রবলেমের শিকার না হন এবং হাই কোয়ালিটি মানের একটি নাম নির্বাচন করতে পারেন।
এজন্য আপনাকে সমস্ত লেখাটি পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
ফাস্ট ফুড দোকানের নামের তালিকা 2025
এখানে আমি আনকমন ও আকর্ষণীয় নামের তালিকা। তবে তালিকা বলার পূর্বে নাম রাখার সময় কি কি বিষয় গুরুত্ব দিতে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনি খুব সহজেই নাম নির্বাচন করতে পারেন।
ফাস্ট ফুড দোকানের নাম রাখার পূর্বে যেসব বিষয় গুরুত্ব দিতে হবে।
মোটামুটি চারটি বিষয় গুরুত্ব দিতে হবে।
- ইউনিক এবং আকর্ষণীয় নাম নির্বাচন করতে হবে। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করবেন যে নামটি খুব কম শোনা যায়। এতে করে গ্রাহকরা খুবই আকর্ষিত হবে। এই কারণে আপনার দোকানের নাম তাদের মেধার মধ্যে সেভ হয়ে যাবে।
- ফাস্ট ফুড এর দোকানের সাথে মিল রেখে নাম রাখবেন। অর্থাৎ এমন একটি নাম নির্বাচন করবেন যে নামটি ফাস্ট ফুডের সাথে মিল থাকে। যাতে করে আপনার দোকানের নাম শুনে গ্রাহকরা বুঝতে পারে যে এটা একটি ফাস্ট ফুড এর দোকান।
- একেবারে সংক্ষিপ্ত নাম রাখবেন। অর্থাৎ বেশি বড় নাম রাখবেন না। এতে করে গ্রাহকরা বিরক্ত বোধ করবে।
- আপনার প্রতিযোগিদের পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ আপনার প্রতিযোগীরা কিভাবে নাম রেখেছে এদিকে খেয়াল করবেন।
নাম রাখার পূর্বে অবশ্যই এই কয়েকটি বিষয়ে খেয়াল রাখতেই হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
ফাস্ট ফুডের দোকানের নাম রাখার জন্য কি কি পদ্ধতি রয়েছে ?
নাম রাখার দুইটি পদ্ধতি রয়েছে।
- ওয়েবসাইটের মাধ্যমে নাম তৈরি করতে পারবেন।
- বিভিন্ন নামের তালিকা থেকে আইডিয়া গ্রহণ করে একটি নাম তৈরি করতে পারবেন।
প্রথম পদ্ধতি হলো: ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করার নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওয়েব সাইটে যেতে হবে। নিচে কয়েকটা ওয়েবসাইটের তালিকা দেওয়া হল :
উপরের যে কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। নিচের পেজের মতো দেখাবে।
উপরের পেইজের সার্চ বক্সে Fast Food লেখবেন। এরপর Generate Names অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে। নিচের পেজের মতো দেখাবে।
উপরে আপনি ফাস্ট ফুড সংক্রান্ত অনেক নামে লিস্ট দেখতে পারছেন। এখান থেকে যে নামটা আপনার পছন্দ হয় এই নামটি গ্রহণ করতে পারেন। এ সমস্ত ওয়েবসাইট একমাত্র ইংলিশ নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
দ্বিতীয় পদ্ধতি হলো: নামের তালিকা থেকে নাম নির্বাচন করা।
অর্থাৎ বিভিন্ন দোকানের নামের তালিকা থেকে যেকোনো একটি নাম পছন্দ করা । এরপর ওই অনুযায়ী একটি নাম নির্বাচন করা। আশাকরি আপনি বুঝতে পেরেছেন ।
আনকমন ফাস্ট ফুড দোকানের নামের তালিকা
এখানে আমি নামকরা নামকরা ফাস্ট ফুড এর দোকানের নাম বলব। এখান থেকে আপনি যে কোন একটি নাম নির্বাচন করে ওই অনুযায়ী একটি নাম আপনার দোকানের জন্য রাখতে পারেন।
- হালাল ফাস্ট ফুড
- খাদ্যের ভান্ডার ফাস্ট ফুড
- ফাস্ট ফুড কর্নার
- ফাস্ট ফুড হাব
- খাজা কনফেকশনারী কেক এন্ড ফাস্ট ফুড কর্নার
- ওয়েলকাম ফাস্ট ফুড এন্ড চাইনিজ
- খাদক ফাস্ট ফুড
- ফাস্ট ফুড সেন্টার
- টেস্টি ফাস্ট ফুড হাব
- হিড়িক ফাস্ট ফুড কর্নার
- হৈ চৈ ফাস্ট ফুড
- আড্ডা ফাস্ট ফুড
- রংধনু ফুড হাব
- প্যারাডাইস ফাস্ট ফুড
- ক্রেযি ফাস্ট ফুড
- পিৎজা কর্নার
- ফুড ভিলা
- অর্গানিক ফুড
- পাওয়ারফুল ফাস্ট ফুড
- রিয়েলিস্টিক ফাস্ট ফুড
- সিম্পল ফাস্ট ফুড
- ফাস্ট ফুড পাওয়ার
- ফাস্ট ফুড বেকারী
- অর্গানিক ফাস্ট ফুড
- ওয়েল ফুড
- রিলাক্স ফাস্ট ফুড
- ফাস্ট ফুড মাস্ট ফুড
- খাই খাই ফাস্ট ফুড
পরিশেষে বলল : উপরে ফাস্ট ফুড দোকানের নামের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পাশাপাশি নানান প্রয়োজনীয় তথ্য দিলাম।
আশা করি উপকৃত হয়েছেন । যদি এই লেখা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
Read more : দুর্দান্ত ১১টি ছোট ব্যবসার আইডিয়া