২০২৪ সালে হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম নিয়ে সঠিক তথ্য ।

আপনি কি হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম সম্পর্কে জানতে চান ? তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য।

বর্তমান সময়ে আমাদের দেশে হোন্ডা মোটরসাইকেলের প্রচলন খুব বেশি দেখা যায়। শহর কিংবা গ্রামে সব জায়গায় অধিকাংশ যুবক হোন্ডা মোটরসাইকেল ব্যবহার করে থাকে।

যেহেতু হোন্ডা মোটরসাইকেল এর চাহিদা বেশি এ জন্য এই মোটরসাইকেলের পার্টস এর চাহিদাও বেশি হওয়াটা স্বাভাবিক।

তাই আমি হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি হোন্ডা মোটরসাইকেলেরে পার্টস নিয়ে আলোচনা করব।

হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম

যাতে করে আপনি কোন প্রবলেমের মুখামুখি না হন। এ জন্য সমস্ত আর্টিকেলটি আপনাকে পড়তে হবে ।

হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম – ২০২৪

আমরা আজকে ধীরে ধীরে হোন্ডা মোটরসাইকেলের বিভিন্ন পার্টস ও তার দাম নিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করবো।

মোটরসাইকেল হাজার হাজার ছোট বড় পার্টস এর সমন্বয়ে গঠিত হয় এবং প্রতিটি পার্টস এর কাজ ভিন্ন ভিন্ন। সুতরাং আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পার্টস তার মূল্যসহ তুলে ধরবো।

হোন্ডা মোটরসাইকেলের পার্টস নিয়ে আলোচনা :

১, ইঞ্জিন:

মোটরসাইকেলের মূল কেন্দ্রবিন্দু তথা হৃদয় হলো ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে মোটরসাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চার করা হয়।

মোটরসাইকেলের ইঞ্জিন এর কাজ হল বিভিন্ন জ্বালানি যেমন- পেট্রোল বা ডিজেল এবং বাতাসকে একসাথে মিশ্রণ করে একটি বিস্ফোরণ ঘটানো। এবং সেই বিস্ফোরণ থেকে একটি বড় শক্তি উৎপন্ন করা।

২, চ্যাসিস:

চ্যাসিস হল মোটরসাইকেলের আসল কাঠামো কে বলা হয়। চ্যাসিসের মাধ্যমে মোটরসাইকেলের ইঞ্জিন, তেলের ট্যাংক, হ্যান্ডেলবার, এবং অন্যান্য আরো বিভিন্ন অংশগুলোকে একত্রিত করে রাখা হয়। এবং চ্যাসিসের মাধ্যমে মোটরসাইকেল আরো বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়।

৩, তেলের ট্যাঙ্ক ;

মূলত এই ট্যাংকের মধ্যেই মোটরসাইকেলের জ্বালানি রাখা হয়। যার মাধ্যমে মোটরসাইকেল চলার শক্তি অর্জন করে।

তবে মোটরসাইকেলের কোম্পানির ভিন্নতার কারণে তেলের ট্যাংকের মডেল ও আকার এবং তেলের ধারণ ক্ষমতার ভিন্নতা আসতে পারে।

৪, হ্যান্ডেলবার:

মোটরসাইকেল চালক চলার সময় তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ করে এই হ্যান্ডেলবারের মাধ্যমে এবং এই হ্যান্ডেলারের সাধারণত মোটরসাইকেলের ক্লাচ, ব্রেক ও থ্রোটল লিভার থাকে।

৫, টায়ার:

টায়ার হল মোটর সাইকেলের অন্যতম একটি পার্টস। যার উপর ভর করে মোটরসাইকেল চালানো হয়।

অর্থাৎ মোটরসাইকেল এই টায়ারের মাধ্যমে রাস্তার সাথে তার সংযোগ রাখে। টায়ার মোটরসাইকেলের গতির জন্য প্রয়োজনীয় আচড় দেয়।

বিভিন্ন কোম্পানি এবং ব্রান্ডের ভিন্নতার কারণে মোটরসাইকেলের টায়ারের গ্রিপ, আকার ও স্থায়ী ক্ষমতার মাঝে ভিন্নতা আসতে পারে।

৬, ব্রেক:

ব্রেক হল মোটরসাইকেল থামানোর কাজে ব্যবহার করা হয়। চালানোর পথে বিভিন্ন সময় হঠাৎ করে থামানোর প্রয়োজন হলে এই ব্রেক অনেক উপকারে আসে। সচরাচার মোটরসাইকেল গুলোতে ফ্রন্ট ও রিয়ার নামক দুই ধরনের ব্রেক থাকে।

৭, সাসপেনশন বা হাইডোলিক:

সাসপেনশন বা হাইডোলিক সিস্টেম মোটরসাইকেল চালানোর সময় উঁচু নিচু রাস্তার ক্ষেত্রে সমতলভাবে চলাচল করা এবং মোটরসাইকেলের চালকের জন্য আরামদায়ক হয়ে থাকে। পাশাপাশি খারাপ ও নষ্ট রাস্তায় চলাচলের সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

৮, চেইন বা বেল্ট:

চেইন বা বেল্টের মাধ্যমে মোটরসাইকেলে উৎপাদিত শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। যার মাধ্যমে মোটরসাইকেল সামনে চলাচল করে থাকে।

হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম নিয়ে আলোচনা :

মোটরসাইকেলের পার্টস এর মূল্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপর নির্ভর করে থাকে। যেমন-

  • ব্রান্ড: মোটরসাইকেলের উন্নত ব্রান্ড অনুযায়ী তার পার্সের মূল্য হয়ে থাকে। যেমন, হোন্ডা, ইয়ামাহা, বাজাজ , সুজুকি ইত্যাদি ব্রান্ড।
  • মডেল: ব্র্যান্ডের পাশাপাশি মডেলের ভিন্নতা। এক ব্রান্ডের পার্সের মূল্য অন্য ব্রান্ডের পার্টস এর মূল্য থেকে কম বেশি হতে পারে।
  • পার্টসের ধরন: বিভিন্ন পার্সের মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে।
  • পার্টসের মান : সাধারণত অ্যাপটারমার্কেট পার্টসের চেয়ে অরজিনাল পার্টসের মূল্য বেশি হয়।
  • বাজার চাহিদা: স্বাধীনতা আমাদের দেশে যেসব পার্টসের চাহিদা বেশি হয়ে গেলে তার মূল্য বৃদ্ধি পেয়ে থাকে।

নিচে ধারনাবশত হোন্ডা মোটরসাইকেলের বিভিন্ন পার্টসের মূল্যের বিবরণ দেওয়া হলো।
পার্টসের ধরন মূল্যের রেঞ্জ (বাংলাদেশি টাকা)

পার্টস এর নামপার্টস এর দাম
Honda Activa 125 Fi BS6 Spare Parts Clutch Lever / Brake Lever200
Honda Activa 125 Fi BS6 Spare Parts Clutch Plate500
Honda Activa 125 Fi BS6 Spare Parts Spare Parts Crank Bearing Kit7,200
Honda Activa 125 Fi BS6 Spare Parts Cylinder Kit8,400
Honda Activa 125 Fi BS6 Spare Parts Disc Brake Rear1,500
Honda Activa 125 Fi BS6 Spare Parts Fork Left Front200
Honda Activa 125 Fi BS6 Spare Parts Front Brake500
Honda Activa 125 Fi BS6 Spare Parts Oil Filter300
Digital Guard Dawg Plug And Play Harness Honda3,500
Givi TNH1179 Upper Engine Guards Honda Africa Twin CRF1100L 2020-202329,000
Hero Honda Shine Carburetor2,700
Honda Activa 125 Fi BS6 Spare Parts Cable Speedometer 800
Honda Activa 125 Fi BS6 Spare Parts Chain Set / Chain Kit1,650
Honda Activa 125 Fi BS6 Spare Parts Chain Sprocket800
Honda Activa 125 Fi BS6 Spare Parts Ignition Switch 700
Honda Activa 125 Fi BS6 Spare Parts Headlight4,100
Honda Activa 125 Fi BS6 Spare Parts Mudguard Front1,000
Honda Activa 125 Fi BS6 Spare Parts Spark Plug 300
Honda Activa 125 Fi BS6 Spare Parts Side View Mirror450
Honda Activa 125 Fi BS6 Spare Parts Shock Absorber Set 2,400
Honda Activa 125 Fi BS6 Spare Parts Engine Oil 1,500
Honda Activa 125 Fi BS6 Spare Parts Cable Speedometer 800
Honda adv 150 Spare Parts Chain Set / Chain Kit1,650
Honda adv 150 Spare Parts Disc Brake Rear 1,500
Honda adv 150 Spare Parts Ignition Switch 600
Honda adv 150 Spare Parts Oil Filter 200

পরিশেষে বলবো :

উপরে হোন্ডা মোটরসাইকেল পার্টস এর দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আশাকরি আপনার অনেক উপকার হয়েছে।

যদি লেখাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

আরো পড়ুন পুরাতন বাইক ক্রয় বিক্রয় করার নিয়ম

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment