Business idea in bangladesh – গরমের হিট ব্যবসা, বাজারে ব্যাপক চাহিদা ২০২৪

এই গরমে লাভজনক Business idea in bangladesh সম্পর্কে জানতে চান ? তাহলে আর্টিকেলটা শুধু আপনার জন্য।

এই তীব্র গরমে দেশবাসী সকলে খুব কষ্টে আছে। সকলের প্রাণ যায় যায় অবস্থা। প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে বের হতে হয়।

এই সময় ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা পানীয় কতটুকু প্রয়োজন তা আপনি খুব সহজেই বুঝতে পারছেন।

যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা এই সময়টাকে কাজে লাগিয়ে চমৎকার  বিজনেস করতে পারেন।

আমি আপনাদের জন্য business idea in bangladesh সম্পর্কে আলোচনা করব। আর এ সমস্ত বিজনেসের ক্ষেত্রে পুঁজি বেশি প্রয়োজন হয় না।

বরং অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। পাশাপাশি বেশি জায়গার প্রয়োজন হয় না। অল্প জায়গাতেই এই ব্যবসা শুরু করা সম্ভব।

ভালোভাবে করলে কোন অবস্থাতেই লসের সম্মুখীন হবেন না। চলুন আলোচনা শুরু করা যাক।

business idea in bangladesh

small business idea in bangladesh

প্রথম প্রথম এসব ব্যবসা নিজ বাড়িতে থেকে শুরু করতে পারেন। কেননা বিভিন্ন দোকান নিয়ে সেগুলো ডেকোরেট করে ব্যবসা শুরু করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে।

এসব করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। তাই এসব ঝামেলা থেকে রেহাই পেতে ঘরে বসেই নানা রকম ব্যবসা শুরু করতে পারেন অথবা ছোট্ট একটি দোকান দিতে পারেন কোন ধরনের ডেকোরেট ছাড়া ।

যদি এটাও সম্ভব না হয় তাহলে বিভিন্ন রকম ছোট গাড়িতে বিক্রি করতে পারেন। আমি কয়েকটি ব্যবসা আইডিয়া দিচ্ছি।

১. লেবুর রস বা শরবত বিক্রি করা।

এই business idea টি গরমের সময় সবচেয়ে চাহিদা পূর্ণ একটি আইডিয়া । কেননা  মাত্রা অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর  ঘেমে যায় আর ঘাম হলেই ডিহাইড্রেশন হয়  আর এটাকে দূর করতে লেবুর রস অনেক উপকারী ।

এই কারণে সকলেই গরমের সময় অনেক পছন্দ করে । আপনি এই চমৎকার সুযোগটি কাজে লাগাতে পারেন ।

যে সমস্ত জায়গায়  মানুষের ভিড় বেশি যেমন :

  • বাজার
  • রেল স্টেশন
  • বাস স্টেশন 

ইত্যাদি এই সমস্ত জায়গায় ছোট্ট একটি দোকান দিতে পারেন অথবা ছোট গাড়িতে এই ব্যবসা শুরু করতে পারেন ।

 এই ব্যবসার করার জন্য যে সমস্ত উপাদান লাগবে :

  • লেবু চাই সেটা যেকোনো জাতের হোক না কেন
  •  বিশুদ্ধ পানি
  •  বরফ

 মাত্র এই তিনটি উপাদান দিয়ে এই ব্যবসা খুব সহজেই শুরু করতে পারেন । আর সবচেয়ে মজার বিষয় হলো  এই ব্যবসা করতে একেবারে অল্প পুঁজি লাগে । তাই ঘরে বসে না থেকে আজই চমৎকার ব্যবসাটি শুরু করে দিন ।

২.  আইসক্রিমের ব্যবসা

এই গরমে সকলেই খুব ক্লান্ত হয়ে যায় ।  ক্লান্তিকে দূর করার জন্য ছোট থেকে বড় সকলেই আইসক্রিম খেতে অনেক পছন্দ করে । 

কেননা এটা শরীরের ক্লান্তিকে দূর করে পাশাপাশি শরীরকে প্রশান্তি করে দেয় । আপনি যদি এই গরমে business idea হিসেবে এই ব্যবসাটি শুরু করেন ।

তাহলে খুব অল্প সময়ে লাভের মুখ দেখতে বাধ্য । এ ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে, আপনি কোন ধরনের আইসক্রিম বিক্রি করতে চাচ্ছেন কেননা আইসক্রিমের নানান প্রকার রয়েছে ।  যেমন :

  •  কাঠি আইসক্রিম
  •  রোল আইসক্রিম 
  • কোণ আইসক্রিম
  • চকবার আইসক্রিম ইত্যাদি ।

এই সমস্ত আইসক্রিম নিজ বাড়িতে তৈরি করে খুব সহজেই অনলাইনে বিক্রি করতে পারেন ।  আবার ইচ্ছে করলে ছোট একটি দোকান দিতে পারেন । 

যদি এটাও সম্ভব না হয় তাহলে ছোট একটি গাড়িতে হেঁটে হেঁটে অথবা যে সমস্ত জায়গায় ভিড় বেশি , লোক সমাগম বেশি ঐ সমস্ত জায়গায় এ সমস্ত আইসক্রিম বিক্রি করতে পারেন ।

৩. বেলের শরবত

 এই গরমে business idea হিসেবে বেলের শরবত বিক্রি করতে পারেন ।  বেল সকলের কাছে পছন্দ , বিশেষ করে এই গরম কালে ।

কেননা বেলের শরবত খেলে শরীরের তৃষ্ণা দূর করে ।  আপনি এই চমৎকার ব্যবসাটি অল্প পুঁজি খাটিয়ে শুরু করতে পারেন । 

এই ব্যবসাটি করার জন্য যে সমস্ত উপাদান লাগবে :

  •  পাকা পাকা বেল
  •  পানি
  •  যদি সম্ভব হয় একটা ব্লেন্ডার ।  আর যদি সম্ভব না হয় তাহলে চামচ দিয়ে উঠিয়ে শরবত বানাবেন ।

বেলের শরবত  স্বাভাবিকভাবে খুব কম পাওয়া যায় ।  তাই এই ব্যবসা শুরু করলে খুব দ্রুত সফলতা লাভ করতে পারবেন ।  তাই দেরি না করে  আজই এই চমৎকার ব্যবসাটি শুরু করে দিন । 

৪. টাটকা ফলের শরবত

এই গরমের সময় নানা রকম সুস্বাদু এবং রসালো ফল পাওয়া যায় । যেমন :

  1.  কাঁচা আম
  2.  পাকা আম
  3.  তরমুজ
  4.  আনারস
  5.  আনার
  6.  মালটা

 ইত্যাদি এরকম সিজেনওয়ারী ফল পাওয়া যায় । এ সমস্ত সিজন ওয়ারি ফল গুলোকে ব্যবহার করে ঠান্ডা ঠান্ডা মজাদার জুস খেয়ে গলা ভেজানো সকলেই পছন্দ করে । 

তাই দেরি না করে বাজার থেকে তাজা তাজা সমস্ত ফল ক্রয় করে আজই এই চমৎকার ব্যবসা শুরু করে দিন ।

 এই ব্যবসা শুরু করার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন পড়বে :

  •  আম , তরমুজ ,  আনার ,  আনারস ইত্যাদি ফল ।
  •  পানি
  • একটা ব্লেন্ডার । শরবতকে মিশ্রিত করার জন্য ।

৫. মিশ্রিত শরবতের ব্যবসা

বর্তমানে নানান জায়গায় দেখা যাচ্ছে অনেকেই নানান আইটেম  দিয়ে  শরবত তৈরি করছে । যেমন :

  1.  তুকমাদানা
  2. আপেল
  3.  কমলা
  4.  পেঁপে
  5.  বরফ
  6.  খেজুর
  7. কলা

ইত্যাদি এরকম নানান  জিনিস দিয়ে শরবত তৈরি করছে । এ ধরনের শরবত সকলের কাছে প্রিয় । 

কেননা এ ধরনের শরবত খেলে শরীরের তৃষ্ণা মিটায় পাশাপাশি  শরীরে শক্তি যোগায় । অতএবব দেরি না করে আজি এই মিশ্রিত শরবতের ব্যবসা শুরু করতে পারেন ।

অবশ্যই এ ব্যবসা শুরু করার জন্য এমন একটি স্থান  নির্বাচন করবেন যে সমস্ত স্থানে লোক সমাগম বেশি হয় । যেমন :

  • শহরতলী
  • রেল স্টেশন
  •  বাস স্টেশন
  •  বাজার
  •  বিভিন্ন নামকরণ স্থান

 ইত্যাদি এ সমস্ত স্থানে মানুষের ভিড় হয় ।  এখানে বেশি বিক্রি হবে ।  অল্প  সময়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন ।

 পরিশেষে বলবো :  উপরে  business idea in bangladesh সম্পর্কে কয়েকটি তথ্য দিলাম।  যদি এই তথ্যগুলা আপনার উপকার দিয়ে থাকে । 

তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।  আর এই ব্যবসা গুলো খুব অল্প পুঁজি দিয়ে যে কেউ শুরু করতে পারে ।  তাই বসে না থেকে আজই আপনি এই ব্যবসা শুরু করে দিন ।  ধন্যবাদ ।

আরো পড়ুন বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার ১৬টি আইডিয়া ২০২৪

I always like to learn and spread new things. So my main aim is to bring up new topics related to all types of business ideas.

Leave a Comment